1. rasel1391992@gmail.com : Rasel Ahmed : Rasel Ahmed
  2. wadminw@wordpress.com : wadminw : wadminw
May 6, 2024, 7:05 am

সম্মিলিত একুশ উদযাপন পরিষদ ফ্রান্স এর আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।

Reporter Name
  • Update Time : Friday, February 23, 2024
  • 264 Time View

সম্মিলিত একুশ উদযাপন পরিষদ ফ্রান্স কর্তৃক আয়োজিত গত বুধবার একুশ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও ৫২ র ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন‍্য বাংলাদেশ কমিউনিটি ফ্রান্সের সকল সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক ব‍্যাবসায়িক সাংবাদিক শিল্পী সাহিত‍্যিক মুক্তিযোদ্ধা লেখক কবি সহ বিভিন্ন পেশা জীবীর মানুষ প‍্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে বিভিন্ন সংঘঠনের নেতৃবৃন্দ ফুল ব‍্যানার নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। প‍্যারিসের রিপাবলিক চত্বরের অস্হায়ী শহীদমিনারে প্রথমেই শ্রদ্ধা জানান সম্মিলিত একুশ উদযাপন পরিষদের আহবায়ক সুনাম উদ্দিন খালেক সদস‍্য সচিব মোতালেব খান যুগ্ম সচিব অজয় দাস। তার পর শ্রদ্ধা নিবেদন করেন ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি সুনাম উদ্দিন খালেক আব্দুল্লাহ আল বাকি ও নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ফ্রান্স আওয়ামী লীগ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, যুবলীগ,ছাত্রলীগ,
স্বরলিপির সাধারণ সম্পাদক শাকিল সরকারের নেতৃত্বে স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী, বরিশাল বিভাগ, সংগঠনের সাধারণ সম্পাদক আমিন খান হাজারীর নেতৃত্বে বৃহত্তর কুমিল্লা জেলা সমিতি, দেলোয়ার চৌধুরীর নেতৃত্বে হোমনা থানা সমিতি, কুলাউড়া ওয়েল ফেয়ার এসোসিয়েশন, মহামায়া পুজা পরিষদ, সুর্যালোক ফ্রান্স বাংলা নিউজ, বুহত্তর দাউদকান্দি এসোশিয়েশন, সহ ফরাসি নারীরা ও শ্রদ্ধা জানান। পরবর্তীতে স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর শিল্পী পুষ্প দাস সুমা দাস নিশিতা বড়ুয়া বরন বড়ুয়া, এ আর সোলেমান কবির, হ‍্যাপি চৌধুরী, সু প্রিয়া দাস,নোভা খান,সেলিনা আফজাল,তানিয়া রহমান, অসীম রোমানা,জলি আকতার ও আরিফিন আলমের কন্ঠে একুশের কোরাস গানের পরিবেশনার মধ‍্য দিয়ে সমাপ্তি করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category