1. rasel1391992@gmail.com : Rasel Ahmed : Rasel Ahmed
  2. wadminw@wordpress.com : wadminw : wadminw
May 3, 2024, 10:58 pm

সংহতি পরিষদের মহান বিজয় দিবস উদযাপন…

Reporter Name
  • Update Time : Monday, December 18, 2023
  • 267 Time View

রবিবার স্থানীয় সময় বিকাল ৪ ঘটিকায় হোটেল দ্যু ভিল লাকূরনভ মেরীর সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ ও ASCIBF- ফ্রেঞ্চ বাংলা স্কুলের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জামিরুল ইসলাম মিয়া জামিলের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রনি পরিচালনায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় উদযাপিত হলো ৫২ তম মহান বিজয় দিবস। এ উপলক্ষে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ ফ্রান্স শাখা বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেন। প্রথমে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত পাঠ করে ফ্রেঞ্চ বাংলা স্কুলের ছাত্র শরীফ আল কাতিব , গীতা পাঠ করে পার্থিব রাজ এবং ত্রিপিটক পাঠ করেন শ্রমৎ বিজয়নন্দ থের। তারপর ফ্রেঞ্চ বাংলা স্কুলের ছাত্রছাত্রীদের যৌথ পরিচালনায় জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় । স্বাধীনতার মহানায়ক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা সহ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ড: বরসমবোধি মহাথের মেডিটেশন শিক্ষক আন্তর্জাতিক ধ্যান কেন্দ্র,
La Courneuve,France.
বিশেষ অতিথি
Saint seine Denis département président Monsieur Stéphane Troussel ,স্থানীয় লাকূরনভ মেরীর প্রতিনিধি Monsieur Oumarou Doucoure, Monsieur Didier Broche, Mme Jainanbad Soyed Anzum. মুক্তিযোদ্ধা সংগতি পরিষদের পক্ষ থেকে বক্তব্য রাখেন
সহ-সভাপতি ফাতেমা খাতুন,বাবু বলরাম রাজ,দেব দুলাল চৌধুরী,অজয় দাস প্রচার সম্পাদক মিঠু নন্দী,সহ প্রচার সম্পাদক আকাশ বড়ুয়া ,ক্রীড়া সম্পাদক ইয়াসিন হক,
স্বাস্থ্য বিষয়ক সম্পাদিকা ফরহাদ হোসেন,
সম্মানিত সদস্য সুমা দাস ,বাদল পাল প্রশান্ত ,সাংবাদিক রাসেল আহমেদ,
সাথী রানী মজুমদার ,মোহাম্মদ মামুন মিয়া,
এছাড়া ফ্রান্স আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সকল সদস্যবৃন্দ, ফ্রেঞ্চ বাংলা স্কুলের সকল শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ, সকল অভিভাবকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, মুক্তিযোদ্ধার সন্তানরা সহ স্থানীয় সর্বস্তরের মানুষ।
দ্বিতীয় পর্বে স্কুলের ছাত্রছাত্রী শ্রেষ্ঠা নন্দী, পার্থিব রাজ সঞ্চালনায় বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় এবং অনুষ্ঠান শেষে বাচ্চাদের মাঝে পুরস্কার বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জামিরুল ইসলামের সহধর্মিনী ও স্কুলের পরিচালক মিসেস ফাতেমা খাতুন। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জামিরুল ইসলাম মিয়া জামিল মুক্তিযুদ্ধের চেতনায় সকলকে জেগে উঠার আহ্বান জানান এবং যারা বিদেশের মাটিতে বাংলাদেশ তথা স্বাধীনতার বিপক্ষে, মুক্তিযোদ্ধাদের নিয়ে কূরুচি পূর্ণ মন্তব্য ও মিথ্যা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সকলকে ধন্যবাদ দিয়ে অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category