1. rasel1391992@gmail.com : Rasel Ahmed : Rasel Ahmed
  2. wadminw@wordpress.com : wadminw : wadminw
May 16, 2024, 5:29 pm

ইতালিতে সাংবাদিকদের আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপিত।

Reporter Name
  • Update Time : Monday, March 28, 2022
  • 741 Time View

ইটালিতে স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন: রোমে অস্থায়ী স্মৃতি সৌধ
ইতালি প্রতিনিধি:
ইতালির রাজধানী রোমে এই প্রথম অস্থায়ী স্মৃতি সৌধ নির্মাণ করে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই স্মৃতিসৌধ ৭১ এর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। প্রবাসীরা ইতালিতে একটি স্থায়ী স্মৃতিসৌধ নির্মাণের দাবি জানান।
ইতালিতে প্রথম বারের মত অস্থায়ী স্মৃতি সৌধ নির্মাণ করে প্রবাসী বাংলাদেশিরা ৭১ এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে।
বাংলা প্রেস ক্লাব ইতালি ও জাতীয় অনলাইন প্রেসক্লা ইতালির যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসী শিশু কিশোরেরা দারুণ খুশি।
স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী অংশগ্রহণ করে। এখানে জাতীয় অনলাইন প্রেসক্লাব, ইতালির সভাপতি আফজাল হোসেন রহমান, বাংলা প্রেসক্লাব , ইতালির সাধারণ সম্পাদক লাবণ্য চৌধুরী, জাতীয় অনলাইন প্রেসক্লাব ইতালির সাধারণ সম্পাদক মিনহাজ হোসেন, অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের মহিলা সম্পাদিকা মেহনাস তাব্বাসুম শেলী, নির্বাহী কমিটির সদস্য মালিক মঞ্জুরসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।এখানে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা আবৃত্তি এবং সঙ্গীত এর আয়োজন করা হয়। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করার আহ্বান জানান প্রবীণ মুক্তিযোদ্ধা লুৎফর রহমান।
একুশের শহীদ মিনারের মত ইতালিতে স্থায়ী স্মৃতিসৌধ নির্মাণের দাবি জানান প্রবাসী বাংলাদেশিরা।
অনুষ্ঠানে বিজয়ী শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করেন আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ কমিউনিটির নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category