প্রবাসী বাংলাদেশীরা দেশের অর্থনৈতিকতা কে সচল রাখতে তাদের শ্রম ও মেধা দিয়ে কঠোর পরিশ্রম করে যাচ্ছে প্রবাসে। প্রবাসী শত ব্যস্ততার মাঝে মনকে কিছুটা আনন্দ দিতে সমুদ্র ভ্রমণে যাই প্রবাসীরা।
বাংলাদেশ মা দূর্গা সার্বজনীন ঐক্য পরিষদ প্যারিস ফ্রান্স এর আয়োজনে মনমুগ্ধকর এক সমুদ্র ভ্রমণের আয়োজন করা হয়েছে।
ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূর এই ভ্রমণ আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি লক্ষন শর্মা এর সভাপতিত্বে
সাধারণ সম্পাদক তপন দাস এর পরিচালনায় সকাল ৯ টায় সমুদ্র ভ্রমণের উদ্দেশ্যে প্যারিস থেকে দুইটি বাস করে রওনা দেয়া হয়। যাত্রাপথে নাচে গানে আনন্দ উল্লাসে মেতেছিল সবাই। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন উপদেষ্টা মন্ডলীর সদস্য কুমোদ রঞ্জন বিশ্বাস,নব মজুমদার এছাড়াও রিপন মজুমদার, সুসান্ত সরকার, উজ্জ্বল দাস,গোপাল তালুকদার,মানব বালা, রাজিব দত্ত, শ্রী বাস বাগচী, হিমেল চক্রবর্তী, সুমন বৈরাগী, জয়দেব বালা,তন্ময় বিশ্বাস,গনেশ পাল সহ আরো অনেকে।
সমুদ্র পারে দুপুরে খাবার খেয়ে সকলেই সমুদ্র গোসল করার সহ আনন্দ উল্লাসে মেতে থাকে ছোট বড় সকলের। পরে মেয়েদের বালিশ খেলা ছোটদের ১০০ মিটার দৌড় বড়দের হাড়িভাঙ্গা দৌড় সহ বিভিন্ন খেলার আয়োজন করা হয়। ভ্রমণ আসা সকলেই ধন্যবাদ জানান আয়োজকদের সুন্দর একটি সমুদ্র ভ্রমন আয়োজন করার জন্য। এবং আয়োজক কমিটির পক্ষ থেকে জানান প্রতি বছরের ন্যায় এবারও তারা সমুদ্র ভ্রমণ আয়োজন করেছেন প্রবাসীদের কিছুটা আনন্দ বিনোদন দেওয়ার জন্য এবং এই ধারা সবসময় অব্যাহত রাখবে বলে আশ্বাস।
Leave a Reply