1. rasel1391992@gmail.com : Rasel Ahmed : Rasel Ahmed
  2. wadminw@wordpress.com : wadminw : wadminw
December 11, 2024, 6:30 am

ইতালির নাপোলির পালমা কাম্পানিয়ায় মায়ের দোয়া আলিমেন্তারির শুভ উদ্বোধন

Reporter Name
  • Update Time : Saturday, May 7, 2022
  • 1074 Time View

পালমা কাম্পানিয়ায় মায়ের দোয়া আলিমেন্তারির শুভ উদ্বোধন
গত 2 মে পালমা কাম্পানিয়ার পরিচিত মুখ বিশিষ্ট সমাজ সেবক জনাব আব্দুস শুক্কুর আব্দুল্লাহ ও জনাব ফয়জুল হক এর যৌথ মালিকানাধীন, মায়ের দোয়া আলিমেন্তারি এর শুভ উদ্বোধন করা হয় । উদ্বোধনী অনুষ্ঠানে পালমা জামে মসজিদের খতিব মাওলানা জাহেদুর রহমান দোয়া পরিচালনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব‍্যাবসায়ী ও জালালাবাদ এসোসিয়শন নাপলি শাখার সভাপতি সরফ উদ্দীন
, ইতালি শাখার সহ সভাপতি গৌছ উদ্দীন, নাপলি শাখার সহ সভাপতি মমিন উল্লাহ মামুন, খোকন উদ্দিন, সেক্রেটারি সৈয়দ আব্দুল খালিক, সমাজ সেবক টিপু,আব্দুস ছামাদ সহ সানজুসেপ্পে ও পালমা কাম্পানিয়ার সর্বস্তরের প্রবাসী । উপস্থিত সকলেই বলেন ইতালিতে দিনদিন বাংলাদেশীদের ব্যবসাপ্রতিষ্ঠান বৃদ্ধি পাচ্ছে এতে করে প্রবাসী বাংলাদেশিরা যেমন প্রতিষ্ঠিত হচ্ছে পাশাপাশি অনেক প্রবাসী বাংলাদেশীদের ও কর্মসংস্থানের সুযোগ হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category