1. rasel1391992@gmail.com : Rasel Ahmed : Rasel Ahmed
  2. wadminw@wordpress.com : wadminw : wadminw
October 13, 2024, 3:20 am

গ্রেটার সিলেট এসোসিয়েশন স্পেন: মোজাক্কির সভাপতি ও সেলিম আলম সম্পাদক প্রার্থী

Reporter Name
  • Update Time : Wednesday, May 4, 2022
  • 815 Time View

গ্রেটার সিলেট এসোসিয়েশন স্পেন: মোজাক্কির সভাপতি ও সেলিম আলম সম্পাদক প্রার্থী
স্পেন প্রতিনিধি:
৩৬০ আউলিয়ার স্মৃতিবিজড়িত শাহজালালের পূণ্যভূমি গ্রেটার সিলেট এসোসিয়েশনের
কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে প্রতিনিধি মনোনিত করতে এক মতবিনিময় সভা বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। মাদ্রিদে বসবাসরত বৃহত্তর সিলেট বাসীর আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রিদ কমিউনিটির প্রবিন ব্যক্তিত্ব সৈয়দ আশফাকুল হক,​​
কমিউনিটি ব্যক্তিত্ব সাইদ মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট স্পেনের বিভিন্ন পর্যায়ের নেতারা। তাদের মধ্যে মধ্যে মৌলানা গৌছ উদ্দিন, এমদাদুল হক, বদরুল ইসলাম মাষ্টার,
রমিজ উদ্দিন,নুর মিয়া,সুহেল আহমদ সামসু, আব্বাস উদ্দিন,আহমদ আসাদুর রহমান সাদ, আফসার হুসেন নিলু, আব্দুর রশিদ,মৌলানা মুজিবুর রহমান , মনির আহমেদ, ফরহাদ আহমেদ,আবুজাফর রাসেল, তানিম চৌধুরী, মিজান চৌধুরী, আসাদ আলী, হুমায়ুন কবির রিগ্যান,সাইফুল মুন্সি, সাংবাদিক সাইফুল ইসলাম,সাংবাদিক সিদ্দিকুর রহমান
লিয়াকত মিয়া,সুহেল আহমদ, লালশাহ মিয়া, ফারুক মিয়া,খিজির মিয়া, সামসুল ইসলাম অন্যতম।
এ সময় বক্তারা কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল মোজাক্কির এবং সাংবাদিক সেলিম আলম দুজনেই ভালো সংগঠক ও উদার মনের মানুষ এবং দায়িত্বশীল বলে প্রসংসা করেন।তারা তাদের যোগ্যতা এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ঐক্যবদ্ধ গ্রেটার সিলেটের কমিটি গঠনে তাদের নেতৃত্বে একদল উদ্যামী কর্মী নিয়ে এগিয়ে যাওয়ার আহবান জানান। পরিশেষে সৌয়দ আশফাকুল হককে প্রধান করে ১৭ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি গঠন করা হয়। এ কমিটি ঐক্যবদ্ধ গ্রেটার সিলেটের কার্যকরী কমিটি গঠনের বিভিন্ন প্রক্রিয়া নির্ধারণ এবং কার্যকর পদক্ষেপ গ্রহন করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category