রোমে কাউন্সিলর এরফানুল হককে বিদায় সংবর্ধনা
ইতালি প্রতিনিধি: রাজধানী রোমে দূতাবাসের কাউন্সিলর এরফানুল হক কে বিদায় সংবর্ধনা দিয়েছে গাজীপুর জেলা সমাজ কল্যাণ সমিতি, ইতালী।
মঙ্গলবার রাজধানীর রোমে তাকে এই বিদায় সংবর্ধনা জানানো হয়। সংগঠনের সভাপতি সোহরাব হোসেনের সভাপতিত্বে এবং আফজাল হোসেন রোমানের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন, দূতাবাসের কাউন্সিলর জসীমউদ্দীন, আসিফ আনাম সিদ্দিকি, সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের সমন্বয় কমিটির আহ্বায়ক কে এম লোকমান হোসেন, বাংলাদেশে সমিতি, ইতালির সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিকী বাচ্চু,ইতালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাবেক সহ-সভাপতি হাজী মোঃ জসিম উদ্দিন, আব্দুর রব ফকির, সহ-সভাপতি লুৎফর রহমান সরদার ,বাংলাদেশ সমিতির ইতালীর সভাপতি আফতাব ব্যাপাররী, আওয়ামীলীগ নেতা মুজিবুর রহমান সিকদার, শ্রমিক লীগের সভাপতি হান্নান মোল্লা, সাধারণ সম্পাদক মনজুর আহমেদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরামের সভাপতি আলী আজম, গাজীপুর সমাজ কল্যাণ সমিতি ইতালির নেতা ফারুক হোসেন, সাইফুল ইসলাম সরকার, কমল রোজারিও, গোলাপ বেপারীসহ আরো অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে এরফানুল হক বলেন, আমি এই সংবর্ধনা দেয়ার কারণে গাজীপুরে সমাজ কল্যাণ সমিতি কে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই অভিজ্ঞতা থাকে ভবিষ্যতে আমাকে কাজে আরো বেশি অনুপ্রাণিত করবে। আমরা প্রবাসীদের সেবা করেছি, করে যাচ্ছি, আমার পরে যারা রোম দূতাবাসে দায়িত্ব পালন করবেন তারাও প্রবাসীদের কল্যাণে কাজ করে যাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
গাজীপুর জেলা সমাজ কল্যাণ সমিতি, ইতালি পক্ষ থেকে বিদায় কাউন্সিলর হককে সম্মাননা স্মারকও প্রদান করা হয়।
পরে এরফানুল হকের পরিচালনায় বিশেষ মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি ও অগ্রগতি কামনা করে আল্লাহর দরবারে দোয়া করা হয়। শেষে সকলেই ইফতার গ্রহণ করেন।
Leave a Reply