রাসেল আহমেদ ফ্রান্স থেকে
ফেত দো লা মিউজিক ফ্রান্সের একটি বিশেষ দিন। এই দিনটিতে ফ্রান্সের রাস্তাঘাটে ওপেন কনসার্টের জন্য সরকারের অনুমোদন দেয়া হয়। ফেত দো লা মিউজিক মূল উদ্দেশ্য হলো ফরাসি সংগীত কে প্রচার করা। সে সাথে পেশাদারী এবং অপেশাদারী সংগীতশিল্পীরাও যেন এতে অংশগ্রহণ করে সেই আগ্রহ সৃষ্টি করা। এছাড়াও একটি দিন সকলে আনন্দ উল্লাসের মধ্যে কাটাবে দিনটিকে রঙিন করবে সে প্রত্যাশায়। বর্তমানে ফ্রান্সে বাংলাদেশীদের অবস্থান অনেক শক্ত অবস্থান রয়েছে। ব্যবসা-বাণিজ্য, রাজনৈতিক, সাংস্কৃতিক সহ বিভিন্ন বিভিন্ন পেশায় নিজেতো রয়েছে বাংলাদেশীরা।
ফরাসি সঙ্গীদের পাশাপাশি বাংলা সংস্কৃতি বাংলার সংগীত কে তুলে ধরতে Association culture franco Bangladeshi এর আয়োজনে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। যেখানে বিকেল সাতটা থেকে রাত বারোটা পর্যন্ত চলে এই আয়োজন। ফরাসি শিল্পীদের পাশাপাশি বাংলাদেশের শিল্পীরা সংগীত পরিবেশন করেন এখানে। এতে করে বাংলার সংগীত কে ও বাসীদের মাঝে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার একটি মাধ্যম বলে কাজ করছেন এটি। অনুষ্ঠানের শুরুতে অনুষ্ঠান উদ্বোধন করেন শাহ গ্রুপের এর চেয়ারম্যান সাত্তার আলী সুমন শাহ আলম,ফ্রান্স ক্রিকেট বোর্ডের সদস্য মরিয়ম খাতুন, বাংলাদেশি বিভিন্ন কমিউনিটি ব্যক্তি সহ ফরাসি রাজনৈতিক সামাজিক, ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে নাচে গানে মেতে ছিলেন সবাই। প্রবাসী বাংলাদেশীরা বলেন প্রবাসের মাটিতে কর্মজীবনের ব্যস্ততার মাঝে এই ধরনের কিছু বিনোদন আমাদের জন্য অনেকটাই প্রয়োজন। যাতে করে আমাদের মেন্টালি অনেক রিফ্রেশমেন্ট পায়।
Leave a Reply