ফ্রান্সে জমকালো আয়োজনের মধ্য দিয়ে স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী প্যারিস ফ্রান্সের আয়োজনে বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান আকর্ষণ ছিল বাংলাদেশ থেকে জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইমরান ঝিলিক সিঁথি সাহা মিঠু ও কাইয়ুম। ফ্রান্সের রাজধানী প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে কয়েক হাজার বাঙালি ও ভিন দেশিদের উপস্থিতিতে মনে হয়েছিল প্যারিসের বুকে এক টুকরো বাংলাদেশ। করণা মহামারীর কারণে দীর্ঘ দুই বছর ঘরে বন্দি মানুষদের অবসান কাটিয়ে মুক্ত আকাশের নিচে এই প্রথম এত অনেক মানুষের সমাগম হয়েছে। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাকিল সরকার ও যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমেদ এর যৌথ পরিচালনায় পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি ফিতা কেটে উদ্বোধন করেন স্বরলিপির প্রধান উপদেষ্টা শাহ গ্রুুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন শাহ আলম। দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান যুগ্ম সাধারণ সম্পাদক মুন্নি খন্দকার ও সাংস্কৃতিক সম্পাদিকা হ্যাপি চৌধুরী ও যৌথ পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৈশাখী মেলার সার্বিক সহযোগিতায় ছিলেন ফ্রান্স শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন শাহ আলম, বাংলা অটো স্কুলের চেয়ারম্যান হোসেন সালাম রহমান, বাংলাদেশ ফার্নিচার এর স্বত্বাধিকারী মিয়া মাসুদ ও সেলিম, বিশিষ্ট ব্যবসায়ী আলামিন চৌধুরি সহ আরো অনেকেই। এছাড়াও অনুষ্ঠানে সহযোগিতায় ছিলেন উপধেষ্টা বাবু অবনী চন্দ্র দাস গোপাল।আতাউর রহমান বেনু,অজয় দাস,আমিন খান হাজারী
মাহমুদুল হক আরো অনেকেই অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আগত শিল্পীরা ছাড়াও স্বরলিপির সকল শিল্পীরা গানে গানে পুরো রিপাবলিক চত্বর মাতিয়ে রেখেছিলেন। অনুষ্ঠানে রঙে রঙে বাঙালি বৈশাখী সাজে সকলেই অনেক আনন্দ উপভোগ করে ৷ অনুষ্ঠানে আসা সকলেই বলেন প্রবাসে থেকে আমরা বাংলাদেশের সব অনুষ্ঠান গুলো অনেক মিস করি। বাংলাদেশের সেই বৈশাখী অনুষ্ঠানের আমেজ আজ আমরা পেয়েছি এবং প্রবাসে বেড়ে ওঠার নতুন প্রজন্মের ছেলে মেয়েরা এসে অনেকস্প আনন্দ উপভোগ করেছেন। চিতাতেই সব ধরনের অনুষ্ঠান চলন্তবাসে সবসময়ই অব্যাহত রাখায় সেই প্রত্যাশা করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান।
Leave a Reply