1. rasel1391992@gmail.com : Rasel Ahmed : Rasel Ahmed
  2. wadminw@wordpress.com : wadminw : wadminw
December 22, 2024, 8:13 am

গিনেস বুকে স্থান করে নেওয়া অলি খাঁন এমবিই কে ফ্রান্সে ফুল দিয়ে বরন করেন সিলেট মিডিয়া কর্পোরেশন এর নেতৃবৃন্দ ৷

Reporter Name
  • Update Time : Sunday, September 4, 2022
  • 890 Time View

গিনেস বুকে স্থান করে নেওয়া অলি খাঁন এমবিই কে ফ্রান্সে ফুল দিয়ে বরন করেন সিলেট মিডিয়া কর্পোরেশন এর নেতৃবৃন্দ ৷

মানুষ ও মানবতার কল্যাণে কাজ করার দৃঢ়তা নিয়ে গঠিত সামাজিক অরগানাইজেশান সিলেট মিডিয়া কর্পোরেশন। মানবতার ফেরিওয়ালা খ্যাত সংগঠন সিলেট মিডিয়া কর্পোরেশন এর প্রধান উপদেষ্টা ইংল্যান্ড প্রবাসী ব্যবসায়ী এবং কমিউনিটি নেতা অলি খাঁন এমবিই ফ্রান্সে আগমন উপলক্ষে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
ফেঞ্চুগঞ্জ উওর কুশিয়ারা আন্তজার্তিক অনলাইন গ্রুপ এর সহ সভাপতি ও ফেঞ্চুগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ফ্রান্স এর আহব্বায়ক কমিটির সদস্য ও প্যারিস বাংলা প্রেসক্লাবের সদস্য মোঃ আফরোজ হোসাইন লাভলু,
ফেঞ্চুগঞ্জ উত্তর কুশিয়ারা আন্তজার্তিক অনলাইন গ্রুপ এর সেক্রেটারি ও সিলেট মিডিয়া কর্পোরেশন, এর ব্যবস্থাপনা পরিচালক, এম আলি হোসেন, সিলেট মিডিয়া কর্পোরেশনের পরিচালক, আলহাজ্ব ছফির উদ্দীন, জনাব জুনেদ আহমদ, জামিল আহমদ, ময়নুল ইসলাম, বাবুল আহমদ,
আসকর আলী সোশ্যাল ফান্ড আন্তর্জাতিক অনলাইন গ্রুপের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফ্রান্স প্রবাসী এমএ মুহিত ও ফ্রান্স প্রবাসী বিভিন্ন সামাজিক অরগানাইজেশান এর নেতৃবৃন্দকে সাথে নিয়ে জনাব অলি খাঁন এমবিই কে তাৎক্ষনিক এই সম্মাননা জানানো হয়। বৃটেনের রাণী কর্তৃক আজীবন সম্মাননা এওয়ার্ড খেতাব (এমবিই) প্রাপ্ত এবং বাংলাদেশের হয়ে বৃটেনের মাটিতে বসবাসকারী গিনেস বুকে স্থান করে নেওয়া এই সেলিব্রিটি মৌলভীবাজার জেলার কৃতী সন্তান ৷

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category