ইতালিতে সন্দ্বীপ প্রবাসী কল্যাণ ট্রাস্টের বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠিত: নাছির সভাপতি, মোজাম্মেল সম্পাদক নির্বাচিত
: আর্ত মানবতার সেবায় ইতালি প্রবাসী সন্দ্বীপ বাসীদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন সন্দ্বীপ প্রবাসী কল্যাণ ট্রাস্ট ইতালির জাঁকজমকপূর্ণভাবে অভিষেক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাজধানী রোমের স্হানীয় হলরুমের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিপুল সংখ্যক, কমিউনিটি নেতৃবৃন্দ ছাড়াও স্বন্দীপ প্রবাসীদের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি কমিউনিটির এক বর্ণাঢ্য মিলন মেলায় পরিণত হয়।
এসময় সংগঠনের সভাপতি মাহবুবুল মাওলা নাসিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হোসেনের প্রাণবন্ত সঞ্চালনায় এ সংগঠন স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে অবদান রাখার লক্ষ্যে নবনির্বাচিত কমিটিকে ধারাবাহিকভাবে সামাজিক কর্মকান্ডে এগিয়ে যাওয়ার জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংগঠনের উপদেষ্টা শামসুল কবির, বিশেষ অতিথি সন্দীপ সমিতি ইতালির সাবেক সিনিয়র সহসভাপতি সিদ্দিক মিয়া, সন্দীপ প্রবাসী কল্যাণ ট্রাস্ট ইতালির উপদেষ্টা মাস্টার মফিজুর রহমান, হারামিয়া ইউনিয়ন জনকল্যাণ সমিতি তাদের উপদেষ্টাবেলায়াত মুন্সী, গাছুয়া ইউনিয়ন জনকল্যাণ সমিতি তালে সভাপতিশহিদুল ইসলাম, স্বন্দীপ সমিতি ইতালের সাবেক সাধারণ সম্পাদক ছাবের মোহাম্মদ, বৃহত্তর চট্টগ্রাম সমিতি তাদের সভাপতি মাহবুবুল আলম, প্রধান উপদেষ্টা মাওলানা রুহুল আমিন ছাড়াও বাংলাদেশ সমিতি ভেনিস সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, পপুলার ট্রাভেলসের ম্যানেজিং ডিরেক্টর শাহাদাত হোসেন সাজু, বিশিষ্ট ব্যবসায়ী পারভেজ শাহী শাহিন, সংগঠনের সিনিয়র সহ সভাপতি নুরুল আক্তার জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক মোঃ আখতার হোসেন সহ রোমের আঞ্চলিক সামাজিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা তাদের বক্তব্যেতে নবগঠিত ইতালি সন্দ্বীপ প্রবাসী কল্যাণ ট্রাস্ট্রের কার্যক্রমের ভুয়সী প্রশংসা করে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। এবং বাংলাদেশী কমিউনিটিতে প্রবাসী সন্দীপবাসীদের নিয়ে সামাজিক সকল কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রদান করেন।
শেষে নবগঠিত আংশিক কমিটির নাম ঘোষণা করা হয় এতে সভাপতি হিসেবে মাহাবুবুল মাওলা নাছির, সিনিয়র সহ সভাপতি নুরুল আকতার জাহাঙ্গীর,
সাধারণ সম্পাদক, মোঃ মোজাম্মেল হোসেন, সহ সাধারণ সম্পাদক, হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ আকতার হোসেন, কোষাধক্ষ্য মোয়াজ্জেম হোসেন,নির্বাহী সদস্যঃ মোবারক হোসেন, জাফর ইসলাম, আবুল কালাম আজাদ,জহিরুল ইসলাম শিপন, কামরুল হাসান, মনির হোসেন জাবেদ, খাইরুল ইসলাম, উপদেষ্টাঃ
মোঃ সামছুল কবির, সিদ্দিক মিয়া, মাস্টার মফিজুর রহমান, বেলায়েত মুন্সি, শহিদুল ইসলাম, ছাবের মুহাম্মদ জামাল নির্বাচিত করা হয়। এবং শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানানো হয়।
Leave a Reply