ফ্রান্সে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন করা হয়। সঞ্জয় বনিক,পলাশ দাস ও অসীম নাথ এর যৌথ আয়োজনে ফ্রান্সের রাজধানী প্যারিসের নিকটবর্তী লাকর্ণবে স্থানীয় একটি হল রুমে এই উৎসব অনুষ্ঠিত হয়।
এ উৎসব আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন সুফল অধিকারী, খোকন ঘোষ,শ্যামল দাস, বাদল দেবনাথ, প্রশান্ত সরকার, জীতেন সূত্রধর, বিনয়শীল অপূর্ব রায় এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রজত রায় রাজু, অজয় দাস, সুমা দাস সহ আরো অনেকেই
কয়েকশত হিন্দু ধর্মাবলম্বীদের উপস্থিতিতে জন্মষ্টমী উৎসব যেন এক মিলন মেলায় পরিণত হয়েছে।
দুপুর ২ টা থেকে রাত দশটা পর্যন্ত এই উৎসব পালিত হয়। শ্রীকৃষ্ণের জীবনের নানা কাণ্ড গান, কীর্তন, গীতিনাট্য, এর মধ্য দিয়ে দিনটি আনন্দ উল্লাসে কাটান অনুষ্ঠানের আশা সকলে। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কীর্তনে সকলেই মগ্ন ছিলেন। প্যারিসে অনেকেই জন্মাষ্টমী ঘরোয়া পরিবেশে করে থাকে তবে এটি অনেক বড় পরিসরে করাতে বিভিন্ন শ্রেণীর লোকজন একাততা হতে পেরেছে। এই ধরনের উৎসবগুলোতে যে মিলন মেলার সৃষ্টি হয় তাতে করে এক অপরের প্রতি ভ্রাতৃত্ববোধ তৈরি হয়। অনুষ্ঠান শেষে সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয় ও রাতের খাবারের আয়োজন।
এই উৎসবে আশা সকলেই আয়োজকদের ধন্যবাদ জানান এত সুন্দর একটি উৎসব আয়োজন করার জন্য। এবং ভবিষ্যতে যেন আরো সুন্দর এবং বড় পরিসরে এ ধরনের আয়োজন করেন সে প্রত্যাশা করেন আয়োজকদের কাছে।
Leave a Reply