জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফ্রান্স আওয়ামী লীগের আয়োজনে দোয়া মাহফিল আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ফ্রান্সের রাজধানী প্যারিসের নিকটবর্তী মেরি দা ওভারভিলে স্থানীয় একটি হলরুম এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়
ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদ জানান
বাংলাদেশের সাথে সময়ের মিল রেখে রবিবার সন্ধ্যা আটটায় অনুষ্ঠান শুরু করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়া ত এর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করেন। পরে ১৫ আগস্ট যারা শহীদ হয়েছেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। পরে এক এক করে ফ্রান্স আওয়ামী লীগ সহ মহানগর আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ বঙ্গবন্ধু পরিষদ সহ বিভিন্ন সংগঠন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আত্মার শান্তি কামনা করে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে আলোচনা সভায় ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন কয়েস এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্ব ইউরোপিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। এ সময় বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামী লীগের সহ-সভাপতি, সম্পাদক মন্ডলী সহ ফ্রান্স আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ বঙ্গবন্ধু পরিষদ সহ সকল নেতৃবৃন্দরা বক্তব্যে সকলেই বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করেন। এছাড়াও বঙ্গবন্ধুর হত্যা কান্ডের সাথে যারা জড়িত আছেন যারা বিদেশে পালাতক সবাইকে বাংলাদেশে নিয়ে শাস্তি দেওয়ার দাবি করেন। পরে সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।
Leave a Reply