ইতালিতে প্রবাসী নারীদের আয়োজনে বৈশাখ উদযাপন করা হয়
ইতালী প্রতিনিধি: বাংলার কৃষ্টি ও সংস্কৃতির অন্যতম প্রধান উৎসব বাংলা বর্ষবরণ। প্রতি বছরের মতো এবারও ইতালির রাজধানী রোমে বর্ষবরণের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
ইতালিতে বসবাসরত বিভিন্ন সামাজিক, আঞ্চলিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলের নারী নেত্রীরা ঐক্যবদ্ধভাবে এই বৈশাখ উদযাপনের মিলনমেলা আয়োজন করেন।
বৈশ্বিক মহামারি করোনার সিথিল হওয়ার সুযোগে একেবারে সীমিত আকারে এবং সংক্ষিপ্ত সময়ের জন্য ১৮ই এপ্রিল সোমবার রাজধানী রোমের স্থানীয় একটি পার্কে প্রাকৃতিক পরিবেশে চিরাচরিত বাঙালি পোশাকে ও সাজে নারীরা একত্রিত হন। সাথে আরো ছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী বৈশাখের খাবার ও রকমারি পিঠা।
নারী নেত্রী তৃষা সেন গুপ্তা, দীপু সাহা,সোমা রাজবংশী, পপি কুড়ি, মাম্পী কুড়ি, পান্না রাজ, রায়া ভৌমিক, পিউ পাল, যমুনা রাজ, পলি বিশ্বাস, সুমিত্রা রায়, বর্ষা সাহা, লিপি দাস, তৃষ্ণা মজুমদার এর যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তারা বলেন, গত বছর থেকে এই পর্যন্ত আমরা আমাদের প্রাণের উৎসবগুলো করতে পারছি না করোনার কারণে। এবছর করোনা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক ও সরকারি কোনবিধি নিষেধ না থাকায় শুধু বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে ভালবাসি ও লালন করি এবং বেড়ে ওঠা আমাদের নতুন প্রজন্মকে বাংলার সঙ্গে পরিচয় করিয়ে দিতেই ছোট্ট পরিসরে এই আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এতে নৃত্য পরিবেশন করে ঐশী বিশ্বাস, স্বর্নালী দাস,রিপা রাজবংশী, দিশা সাহা এবং দিবা সাহা। গান পরিবেশন করেন দীপু সাহা, তৃষা সেন গুপ্তা, পলি বিশ্বাস, ঐশী বিশ্বাস, দিশা সাহা,সোহাগী রায় সহআরো অনেকেই।
Leave a Reply