রোম দূতাবাসের কাউন্সিলর এরফানুল হককে বিদায়ী সংবর্ধনা দিয়েছে জাতীয় ক্রীড়া সংস্থা ইতালি
ইতালী প্রতিনিধি: বাংলাদেশ দূতাবাস, রোমের বিদায়ী কাউন্সিলর এরফানুল হক প্রবাসে খেলাধুলা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। বলেছেন, ফুটবল ক্রিকেটসহ অনলাইন খেলাধুলার মধ্য দিয়ে বাংলাদেশকে প্রবাসে তুলে ধরতে হবে। খেলাধুলা করলে মাদকসহ অন্যান্য অপরাধমূলক কাছ থেকেও যুবসমাজ বিরত থাকে বলে মন্তব্য করেন তিনি।
জাতীয় ক্রীড়া সংস্থা,ইতালি আয়োজিত বিদায়ী সংবর্ধনায় এ আহ্বান জানান কাউন্সিলর এরফানুল হক।
জাতীয় ক্রীড়া সংস্থা, ইতালির সভাপতি হাজী মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রশীদের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনায় সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সমন্বয় কমিটির আহ্বায়ক কেএম লোকমান হোসেন, ইতালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, ক্রীড়া সংস্থার পরিচালক সাজ্জাদুর কবিরসহ বিপুল সংখ্যক প্রবাসী এখানে উপস্থিত ছিলেন।
ক্রীড়া সংস্থার সভাপতি হাজী মোঃ জসিম উদ্দিন ইতালির রাজধানী রোমের খেলাধুলার প্রসার ঘটাতে কাউন্সিলর এরফানুল হকের ভূমিকার প্রশংসা করেন এবং বলেন ইতালিতে আগামী দিনেও সব ধরনের খেলাধুলা জাতীয় ক্রীড়া সংস্থা অব্যাহতভাবে চালিয়ে যাবে।
Leave a Reply