ফ্রান্সে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল আজাহার নামাজ আদায় করেন মুসল্লিরা। আবার ভিলে,মেট্রো হোস, স্থাহ বাংলাদেশী মসজিদগুলো সহ পৃথক পৃথক মসজিদে ঈদের জামাত আদায় করেন প্রবাসী বাংলাদেশীরা সহপ্রান ধর্মীয়প্রাণ মুসল্লীরা। করোনা ভাইরাসের কারণে গত দুই বছর তেমন আনন্দঘন মুহূর্তে ঈদ উদযাপন করতে পারেনি প্রবাসীরা। তবে এবার করার করোনার প্রকোব কমে যাওয়াতে জনজীবন কিছুটা স্বাভাবিক হয়েছে যার ফলে আনন্দ উল্লাসে ঈদ উদযাপন করেন ফ্রান্স প্রবাসী বাংলাদেশিরা। । তবে ফ্রান্সের রাজধানী প্যারিসের বাংলাদেশি অভারভিলে কমিউনিটি মসজিদে সকাল 6 টা থেকে 12 টা পর্যন্ত দশটি অধিক জামাতে মেট্রো হোস জিমনেশিয়াম দুইটি জামাত স্থাথা বাঙালি কমিউনিটি মসজিদে মাসুদা পাঁচটি জামাত লাইন ধরে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন । এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সামাজিক-রাজনৈতিক ব্যবসায়িক সহ প্রবাসী বাংলাদেশী সকলেই। । বিপুলসংখ্যক বাংলাদেশি নারীও ঈদের নামাজ আদায় করে পরস্পর ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন। নামাজে আসা মুসল্লিরা বলেন আমরা খুবই আনন্দিত প্রবাসে থেকে সকলে মিলে একসাথে ঈদের জামাত আদায় করতে পেরে।
তবে ছুটির দিন না হওয়ায় ঈদ জামাতে লোক সমাগম ছিলো তুলনামূলকভাবে কম। আবার জামাত শেষে কাজে যোগ দেন অনেকেই।
এবং সেইসাথে দেশ ও প্রবাসের সকলের প্রতি ঈদের শুভেচ্ছা জানান।
Leave a Reply