1. rasel1391992@gmail.com : Rasel Ahmed : Rasel Ahmed
  2. wadminw@wordpress.com : wadminw : wadminw
December 26, 2024, 8:15 pm

ক্বিরাত ও নাত শরীফ পাঠ প্রতিযোগিতা।

Reporter Name
  • Update Time : Tuesday, April 5, 2022
  • 818 Time View

ক্বিরাত ও নাত শরীফ পাঠ প্রতিযোগিতা।


পবিত্র ঈদ উল রামাদান উপলক্ষে শিশুদের জন্য নাত-শরীফ ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা – ইউরোপ ২০২২।

অংশগ্রহণের শর্তাবলিঃ


১। বয়স সর্বোচ্চ ১৪ বছর। অর্থাৎ যে শিশু ২০০৮ সালের পরে জন্মগ্রহণ করেছে, শুধুমাত্র তারাই অংশগ্রহণ করতে পারবে।
২। ভিডিও রেকর্ড করতে হবে মিনিমাম ২ মিনিট।
৩। এক কপি ছবি পাঠাতে হবে ক্লিপ্সের থাম্নেইলের জন্য।
৪। নাত শরীফের লিরিকগুলো অবশ্যই গ্রহণযোগ্য হতে হবে।
৫। ভিডিও রেকর্ডিং হুয়াটসআপে সেন্ড করতে হবে।

মার্কিং স্কিমঃ


১। শিশুদের ৩টি বয়স গ্রুপে বিভক্ত করা হবে।
ক) ৫-৮ বছর,
খ) ৯-১১ বছর,
গ) ১২-১৪ বছর।
২। ৫০% মার্ক থাকবে ভিডিও ভিউয়ের উপর। অর্থাৎ ১ সপ্তাহ ভিডিটি ফেইসবুকে শেয়ার করার পর কত ভিউ হয়েছে তার উপর নির্ভর করবে।
৩। বাকী ৫০% মার্ক থাকবে সম্মানিত বিচারক মণ্ডলীদের হাতে। ৩ জন বিচারক থাকবেন, প্রত্যেকে আলাদা আলাদা ভাবে মার্ক দিবেন। তিন জনের গড় মার্কের ভিত্তিতে মার্ক দেয়া হবে।
পুরষ্কারঃ ১। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান সহ সকল অংশগ্রহণকারী শিশুদের পুরস্কার ও সনদপ্রত্র প্রদান করা হবে।

বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন।

ধন্যবাদ।
বিশ্ব সুন্নী আন্দোলন, ইউরোপ।

Contact/ WhatsApp:
France: ‪+33758593808/+33650407461
UK: +447954329304
Portugal: +351920366564/ +351962916691
Spain: +34632254255
Italy: +393883974620
Other: +33650407461/ +351962916691

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category