1. rasel1391992@gmail.com : Rasel Ahmed : Rasel Ahmed
  2. wadminw@wordpress.com : wadminw : wadminw
October 2, 2025, 11:13 pm

ডেস্ক রিপোর্ট
  • Update Time : Wednesday, October 1, 2025
  • 89 Time View

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। দুর্গাপূজাকে ঘিরে ফ্রান্সে প্রবাসী বাংলাদেশীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।  প্রতিবারের ন্যায়  এবারও রাজলক্ষী মায়ের বাড়িতে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। ষষ্ঠী থেকে দশমীর এই পূজার আয়োজন চলবে বলে জানান। মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত মহা অষ্টমীর পূজা উদযাপন করা হয়। সকাল থেকে শুরু পূজা অঞ্জলি পরে দুপুরে প্রসাদ বিতরণ করা হয়। বিকালের থেকে সন্ধ্যা পর্যন্ত কীর্তন মায়ের কাছে প্রার্থনা করা হয়।পূজাতে ১০৮টি পদ্ম ফুল নিবেদন করা হয়। পূজাতে  অংশগ্রহণ করেন ফ্রান্সে বেড়ে ওঠা নতুন প্রজন্ম শিশুরা। এছাড়াও বিশেষভাবে উপস্থিত ছিলেন সমীর দে,জয়া মজুমদার দে, অদ্বৈত মজুমদার দে অমৃত মজুমদার দে অজয় দাস, অসীম চক্রবর্তী  সোমা দাস, সুস্মিতা, মমতা সবুজ মন্ডল পূজা রাজু ভুবন রাজিব রিংকি ও অন্যান্য ভক্তবৃন্দ।পূজাতে আসা ভক্তরা ধন্যবাদ জানান আয়োজকদের প্রবাসের মাটিতে  এত সুন্দর দুর্গাপূজার আয়োজন করার জন্য। এবং তার আশা করেন প্রতিবার এ ধারাবাহিত অব্যাহত রাখবে। সে সাথে আয়োজকরা  আগামী কালী পূজার নিমন্ত্রণ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category