আগামী ১৬ ও ১৭ আগস্ট প্যারিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথমবারের মতো “প্যারিস টাইমস আন্তর্জাতিক বইমেলা” ও বাংলাদেশ উৎসব। প্যারিস টাইমস এর আয়োজনে সেন্ট দেনিস মেরির একটি হলরুম অনুষ্ঠিত হবে। যেখানে বিশ টির ও অধিক বইয়ের স্টল থাকবে। এছাড়াও থাকবে বাংলাদেশীদের বিভিন্ন স্টল। এই মেলার উদ্দেশ্য প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলার সংস্কৃতিকে লালন করতে বাংলা ভাষার চর্চা এবং বিদেশীদের মাঝেও বাংলার সংস্কৃতি তুলে ধরা। দুইদিন ব্যাপী এই বিশাল আয়োজনকে ঘিরে প্রবাসীদের মনে আনন্দের জোয়ার বইছে। ইতিমধ্যে মেলার স্থান পরিদর্শন করে নির্ধারিত করেন প্যারিস টাইমস এর প্রকাশক আযেবার মহাসচিব কাজী এনায়েত উল্লাহ ইনু। এছাড়াও উপস্থিত ছিলেন শিকানো বাঙালি অ্যাসোসিয়েশন এর সভাপতি স্বরূপ সদীওল,স্বরলিপি শিল্পীগোষ্ঠীর সভাপতি এমদাদুল হক স্বপন সহ বিভিন্ন ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।আয়োজকরা প্রবাসী বাংলাদেশীদের প্রতি আহ্বান জানান ফ্রান্সে বাংলার সংস্কৃতিকে তুলে ধরতে বাংলা ভাষা ও সাহিত্যিক কে তুলে ধরতে এই অনুষ্ঠান বড় ভূমিকা রাখবে তাই সকলের প্রতি সহযোগিতা কামনা করেন। এবং সবাই যেন তার ছেলে-মেয়ে সবাইকে নিয়ে এসে মেলা পরিদর্শন করেন এবং বিভিন্ন লেখকের বই সংগ্রহ করেন।
Leave a Reply