1. rasel1391992@gmail.com : Rasel Ahmed : Rasel Ahmed
  2. wadminw@wordpress.com : wadminw : wadminw
May 1, 2025, 10:28 pm

ইটালির ভেরোনাতে পুলিশ বাহিনীর IPA এর প্রশিক্ষণ সভা

মোহাম্মদ মেসবাহ্ উদ্দিন আলাল
  • Update Time : Thursday, May 1, 2025
  • 20 Time View

ইটালির ভেরোনা প্রদেশের গ্রেজ্জানা পৌরসভায় লোকাল পুলিশ বাহিনী ও ইন্টারন্যাশনাল পুলিশ এসোসিয়েশন IPA এর প্রশিক্ষণ সভা অনুষ্ঠিতঃ

ইটালি থেকে স্টাফ রিপোর্টারঃ

গত ২৮ এপ্রিল সোমবার ইটালির ভেরোনা প্রদেশের গ্রেজ্জানা পৌরসভায় অনাড়ম্বরভাবে অনুষ্ঠিত হয়ে গেলো লোকাল পুলিশ বাহিনী এবং ইন্টারন্যাশনাল পুলিশ এসোসিয়েশন IPA এর একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ সভা।

উক্ত প্রশিক্ষণ সভার শুভ উদ্বোধন করেন উক্ত পৌরসভার মেয়র মি. আরতুরো আলবের্তি।

হাইওয়ে কোড ও নিরাপত্তা বিষয়ক এ কোর্সের মূল আয়োজক ছিলেন ভেরোনা প্রদেশের গ্রেজানা পৌরসভার লোকাল পুলিশের কমান্ড্যান্ট মি. কাতাল্ডো রুশো।

হাইওয়ে কোডের অপরাধ সম্পর্কে আপডেট জানার জন্য সমস্ত পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য এই সভাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

ইন্টারন্যাশনাল পুলিশ অ্যাসোসিয়েশন (I.P.A.) হল একটি নির্দলীয়, অসাম্প্রদায়িক এবং অলাভজনক আন্তর্জাতিক পুলিশ সংস্থা যা জাতি ধর্ম নির্বিশেষে বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যে ইউনিয়ন, বন্ধুত্ব এবং সহযোগিতা ছড়িয়ে দেওয়ার মহৎ লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে এবং সহযোগিতামূলক সম্পর্কের বিকাশ এবং শক্তিশালীকরণের পাশাপাশি পেশাদার, বিনোদনমূলক, সাংস্কৃতিক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

আরও বক্তব্য রাখেন কারাবিনিয়েরির বিচার বিভাগীয় পুলিশ কর্মকর্তা মিরকো ভিসানি প্রমূখ।

পরে মধ্যাহ্ন ভোজের মাধ্যমে প্রশিক্ষণ সভাটি সমাপ্ত হয়।

উক্ত প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন ইতালিয়ান নৌকর্মকর্তা আইপিএ এর সদস্য চিরো লুংগো , ইতালিয়ান সাবেক কারাবিনিয়েরি সিলেক্টেড পিয়ার জর্জিও ক্যারিন্চ আইপিএ সদস্য এবং নিউজ ২১ বাংলা টিভি পরিচালক,
বাংলাদেশ স্বনামধন্য স্যাটেলাইট চ্যানেল, এশিয়ান টিভি’র ইতালি ব্যুরো চীফ, দৈনিক যায়যায়দিন এর ইতালি প্রতিনিধি, বাংলা ৫২ টেলিভিশন এর ইউরোপ বুরো চীফ, সাবেক অল-ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাব আয়েবাপিসি সাবেক সহ-সভাপতি, ইতালিয়ান সরকারি নিবন্ধন নাম্বার ১৭৪ “ভেনিস বাংলা প্রেস ক্লাব ইতালি” এর সম্মানিত সভাপতি, আন্তর্জাতিক পুলিশ এসোসিয়েশন আইপিএ এর  সদস্য, বিশিষ্ট সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মেসবাহ্ উদ্দিন আলাল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category