ইউরোপে ‘শেনজেন ইনফরমেশন সিস্টেম’ জটিলতায় বিপাকে বাংলাদেশিরা : সংকট উত্তরণে আয়েবা’র উদ্যোগ নেন।
ইউরোপে ‘শেনজেন ইনফরমেশন সিস্টেম’ (SIS) জটিলতা দিন দিন প্রকট হয়ে উঠছে। ফলে ফ্রান্স, ইতালি, পর্তুগাল ও স্পেনসহ ইউরোপ ইউনিয়নভূক্ত বিভিন্ন দেশে রেসিডেন্স কার্ড প্রত্যাশী লক্ষাধিক বাংলাদেশিরা পড়েছেন চরম বিপাকে।
শেনজেন ইনফরমেশন সিস্টেম (SIS) মূলতঃ ইউরোপে নিরাপত্তা এবং সীমান্ত ব্যবস্থাপনার জন্য সর্বাধিক ব্যবহৃত এবং বৃহত্তম তথ্য বিনিময় ব্যবস্থা। যা শেনজেন সম্পর্কিত দেশগুলির সীমান্ত, অভিবাসন, পুলিশ, শুল্ক এবং বিচার বিভাগীয় কর্তৃপক্ষের জন্য সহযোগিতার অন্যতম মাধ্যম। চলমান এ ব্যবস্থায় অনিয়মিত অভিবাসীরা নানা ধরনের আইনি জটিলতা ও হয়রানির শিকার হচ্ছেন।
ইউরোপজুড়ে প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ রক্ষায় এই সংকট থেকে উত্তরণে মানবিক সমাধানের অনুরোধ জানিয়েছে ইউরোপের বৃহত্তম বাংলাদেশি সংগঠন— অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবা)।
রবিবার (২৭ এপ্রিল) বিকালে ফ্রান্সের রাজধানী প্যারিসে আয়েবার সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব কাজী এনায়েত উল্লাহ ইনু চলমান এই সংকট নিরসনে তাদের নানা উদ্যোগের কথা জানান।
কাজী এনায়েত উল্লাহ ইনু বলেন, ‘ইতোমধ্যে ইউরোপের কয়েকটি দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে। তারা আশ্বস্ত করেছেন, শীঘ্রই এ বিষয়ে আয়েবার প্রতিনিধিদের সাথে আনুষ্ঠানিক আলোচনায় বসবেন।’
আয়েবার মহাসচিব আরও জানান, আলোচনা ফলপ্রসূ হলে— যারা কোনো দণ্ডপ্রাপ্ত নন বা গুরুতর অপরাধে জড়িত নন, তাদের পুরনো আঙুলের ছাপ বা তথ্যগত জটিলতার কারণে বৈধতার সুযোগ বঞ্চিত হওয়ার বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হতে পারে।
আয়েবার প্রেসিডেন্ট ড. জয়নুল আবেদীনের নির্দেশনায় মহাসচিব কাজী এনায়েত উল্লাহর নেতৃত্বে আয়োজিত সংবাদ সম্মেলনের অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আয়েবার সহসভাপতি ফকরুল আকম সেলিম, মাহারুল ইসলাম মিন্টু, বিজনেস অ্যাফেয়ার্স সেক্রেটারি শুভ্রত ভট্টাচার্য শুভ, নির্বাহী সদস্য আজহার কবির বাবু ও এমদাদুল হক স্বপন প্রমুখ।
এসময় বক্তারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ইউরোপের দেশগুলোর প্রতি মানবিক দিক বিবেচনার আহবান জানিয়ে বলেন- আয়েবা আশা করে, সংশ্লিষ্ট ইউরোপীয় দেশসমূহ এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে এবং ইউরোপপ্রবাসী বাংলাদেশিদের বর্তমান সংকট সমাধানে বিশেষ ভূমিকা পালন করবে।
Leave a Reply