1. rasel1391992@gmail.com : Rasel Ahmed : Rasel Ahmed
  2. wadminw@wordpress.com : wadminw : wadminw
April 19, 2025, 12:59 pm

গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সাফ’র উদ্যোগে বিক্ষোভ মিছিল

রাসেল আহমেদ
  • Update Time : Wednesday, April 16, 2025
  • 77 Time View

গাজায় ইসরায়েলি আগ্রাসন, নিপীড়ন ও গণহত্যার প্রতিবাদে প্যারিসে সাফ’র উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হয়।

ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন, নিপীড়ন ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সলিডারিতে আজি ফ্রান্স (সাফ)।

রবিবার (১৩ এপ্রিল) দুপুর ২ টা থেকে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত প্যারিসের ঐতিহাসিক প্লেস দে লা রিপাবলিক চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
দ্রুত এ যুদ্ধ ও বর্বর হত্যাযজ্ঞ বন্ধের পাশাপাশি ফিলিস্তিনের মানুষের মৌলিক অধিকার নিশ্চিতের দাবি জানিয়ে অনুষ্ঠিত কর্মসূচিতে গাজায় গণহত্যা বন্ধসহ ইসরায়েলি আগ্রাসন বিরোধী নানান স্লোগান, পোস্টার, প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে সংহতি জানান মানুষজন।
সাফ প্রেসিডেন্ট নয়ন এনকে’র পরিচালনায় কর্মসূচিতে বাংলাদেশিদের পাশাপাশি ফরাসিসহ বিভিন্ন দেশের ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
ফিলিস্তিনের গাজায় অব্যাহত গণহত্যা বন্ধ এবং ফিলিস্তিনিদের আবাসভূমি ফিলিস্তিনিদের ফিরিয়ে দেওয়ার পাশাপাশি তাদের ঘরবাড়ি নির্মাণের দাবি জানিয়ে
বক্তারা বলেন, আমেরিকাসহ বিশ্বের সাম্রাজ্যবাদি দেশগুলোর মদদ ও পৃষ্ঠপোষকতায় ইসরায়েল ক্রমাগত এই গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে।
বক্তারা আরো বলেন, মুসলিম দেশসহ পৃথিবীর মানবিক সকল রাষ্ট্রের উচিত এই মুহূর্তে গাজাবাসীর পাশে দাড়িয়ে তাদের ভূখণ্ড ফিলিস্তিনকে স্বাধীনসার্বভৌমত্ব রাষ্ট্রের স্বীকৃতি প্রদান করা।
আয়োজক সংগঠন সাফ প্রেসিডেন্ট নয়ন এনকে বলেন, গাজায় বর্বরোচিত হত্যাযজ্ঞ দেখে একজন মানুষ হিসেবে আমরাতো ঘরে বসে থাকতে পারি না। আমাদের উচিত সবার জায়গা থেকে এই অন্যায়ের প্রতিবাদ করা। এজন্য আমরা সবাই একত্রিত হয়েছি, আমরা চাই- বিশ্ববিবেক জাগ্রত করার লক্ষ্যে আমাদের এই প্রতিবাদ অব্যাহত থাকবে। আমরা চাই- অনতিবিলম্বে এই যুূদ্ধ বন্ধ হোক। বিশ্ব মানবিকতার জয় হোক। এছাড়া তিনি কর্মসূচি সফলে সার্বিক সহযোগিতার জন্য সাফ’র সকল সদস্য ও সেচ্ছাসেবক এবং অংশগ্রহণকারী সকলে প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category