জয় শ্রীরাম প্যারিস ফ্রান্সের আয়োজনে শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে ।ফ্রান্সের রাজধানী প্যারিসের লা কর্ণবে স্থানীয় একটি হলরুম এই পূজা উদযাপন করা হয়।
দুপুর থেকে বিকাল পর্যন্ত পূজা গীতা পাঠ বিভিন্ন মন্ত্র পাঠ অঞ্জলি তে মা সরস্বতীর কাছে প্রার্থনায় করেন। পুষ্পাঞ্জলিতে অংশগ্রহণ করেন শিশুরা যাতে করে শিশুদের মাঝে জ্ঞান বৃদ্ধি পায়। পরে সন্ধ্যায় আলোকসজ্জা আলোকিত হয় পুরো পূজা মন্ডপ। সকলের আনন্দ উল্লাসে পূজা মন্ডপ এক প্রবাসীদের মিলন মেলাতে পরিণত হয়। পূজা পরিচালনায় ছিলেন সঞ্জয় বনিক .প্রশান্ত সরকার.বিনয় শীল .পলাশ দাস.জয়ন্ত গোস্বামী.অশোক দা. গণেশ শীল.বিপ্লব রায় .উত্তম বারুই.স্বাগতম ডালি .রিপন দাস.রনি দাস.পিন্টু বনিক.
উপদেষ্টা মন্ডলী
দীপঙ্কর বাগচী. সুশান্ত সরকার. দীপক দাস
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
অজয় দাস. বাসুদেব বণিক.জয় দেব.টুটুল পাল. অমিত দাস.পার্থ দাস. সমীর শীল.দিলীপ মন্ডল,
সোমা দাস .সাথী মজুমদার .সুজতা বিশ্বাস. রূপশ্রী অধিকারী।এছাড়া সার্বিক তত্ত্বাবধানে ছিলেন
সবুজ মন্ডল. সমীর দে
পলাশ মন্ডল.সঞ্জয় শেয়ালী।পর এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Leave a Reply