1. rasel1391992@gmail.com : Rasel Ahmed : Rasel Ahmed
  2. wadminw@wordpress.com : wadminw : wadminw
January 2, 2025, 2:55 pm

ইউরোপের জনপ্রিয় সংগঠন আয়েবার এক যুগ পূর্তি

Rasel Ahmed
  • Update Time : Sunday, December 8, 2024
  • 72 Time View


ইউরোপের জনপ্রিয় সংগঠন আয়েবার এক যুগ পূর্তি উপলক্ষ্যে প্যারিসের আয়েবা সদর দপ্তরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আনন্দ উল্লাসের সাথে কেক কেটে উদযাপন করেন সংগঠনের নেতৃবৃন্দরা।পরে এক আলোচনা সভায়
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ৭ দফা দাবি জানিয়েছে ইউরোপ প্রবাসী বাংলাদেশিদের শীর্ষ কমিউনিটি সংগঠন অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন (আয়েবা)। সংগঠনের এক যুগ পূর্তি উপলক্ষ্যে শনিবার প্যারিসে আয়েবা সদরদপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসীদের ন্যায্য অধিকার এবং প্রাপ্য সুবিধা নিশ্চিতের আহবান জানানো হয়।

ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত সকল দেশের ভিসা ঢাকা থেকেই প্রাপ্তি সহজিকরণ, বিদেশে প্রতিটি বাংলাদেশ দূতাবাস, হাইকমিশন ও কনস্যুলেট দালাল মুক্ত করে সেবার সর্বোচ্চ মান নিশ্চিতকরণ, জাতীয় পরিচয়পত্র সহ ভোটার আইডি কার্ড প্রদান, প্রবাসীদের যার যার দেশে অবস্থান করে অনলাইনে বাংলাদেশে ভোট দেয়ার ব্যবস্থা, জাতীয় সংসদে প্রবাসীদের আসন বরাদ্দ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সহ স্বার্থ সংশ্লিষ্ট প্রতিটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে প্রবাসীদের প্রতিনিধিত্ব, দ্বৈত নাগরিকত্ব থাকলেও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ, বিদেশে অনিয়িমত বাংলাদেশীদর বৈধতার জন্য ঢাকা থেকে সরকারি উদ্যোগ এবং অভিবাসন ব্যয় কমানো সহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকেট মূল্য হ্রাসে বাংলাদেশ সরকারের জোরালো পদক্ষেপ আশা করছে অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন (আয়েবা)।

আয়েবা সভাপতি ইঞ্জিনিয়ার ড. জয়নুল আবেদিনের সভাপতিত্বে এবং মহাসচিব কাজী এনায়েত উল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে সহ-সভাপতি ফকরুল আকম সেলিম, আহমেদ ফিরোজ,, রানা তাসলিম উদ্দিন, সুলতান হোসেন, কার্যকরী পরিষদ সদস্য টি এম রেজা, সুব্রত ভট্টাচার্য শুভ, এমদাদুল হক স্বপন, কামাল মিয়া, তাপস বড়ুয়া রিপন,আজহার কবির বাবু, আজহারুল হক ফেরদৌস, নূরুল আমিন এবং বাংলাদেশ কোঅর্ডিনেটর তানবির সিদ্দিকী সহ ইউরোপের বিভিন্ন দেশের আয়েবা নেতৃবৃন্দ যোগ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category