নরসিংদী জেলা কমিউনিটি ইন ফ্রান্সের
আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে প্রায় ২০০ কিলোমিটার দূর রিভা ভেল সমুদ্র সৈকতে এই আনন্দ ভ্রমণের গন্তব্য ছিল। রাজধানী প্যারিসের লা সাপেল থেকে সকাল ৯ঃ০০ টায় যাত্রা শুরু করে। পুরো যাত্রাপথে আনন্দ উল্লাসে গানে গানে মেতেছিল সকলেই। দুপুর একটাই সমুদ্রের স্থানে পৌঁছে দুপুরের খাবার শেষ করে। পরে একসাথে সবাই সমুদ্রে আনন্দ উল্লাসে মেতে থাকে। পরে সমুদ্র পারে দুই দলে বিভক্ত হয় এক ফুটবল ম্যাচ খেলা হয়। পরে বিকাল পাঁচটায় সমুদ্র পারে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন ইভেন্টে বিভিন্ন আয়োজন করা হয়। এর মধ্যে রয়েছে ছেলেদের ফুটবল দিয়ে বোতল টার্গেট করা, ছেলেদের বালিশ খেলা মহিলাদের বালিশ খেলা, শিশুদের দৌর খেলা, এছাড়াও ছিল বিশেষ আকর্ষণ রেফেল ড্র। পরে খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এবং রেফাল ড্র তে বিজয়ী দশজনকে পুরস্কার দেয়া হয়। এতে প্রথম পুরস্কার ছিল একটি মোবাইল সেট। আনন্দ ভ্রমণের অংশগ্রহণকারী সকলেই অত্যন্ত আনন্দ সাথে দিনটি উপভোগ করেন। তারা বলেন প্রবাসের মাটিতে কর্মব্যস্ততার মাঝে মনকে কিছুটা সতেস রাখতে এ ধরনের আয়োজন আমাদের অত্যন্ত প্রয়োজন। তাই আয়োজক কমিটিকে সকলেই ধন্যবাদ জানান।
Leave a Reply