1. rasel1391992@gmail.com : Rasel Ahmed : Rasel Ahmed
  2. wadminw@wordpress.com : wadminw : wadminw
May 9, 2024, 12:05 pm

১৬তম উচ্চতর প্রশিক্ষণ কোর্স ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

ডেস্ক রিপোর্ট
  • Update Time : Sunday, March 24, 2024
  • 178 Time View

আন্তর্জাতিক পুলিশ এসোসিয়েশন IPA ভেনেতো শাখার উদ্যোগে পুলিশ এবং আইন অপারেটরদের জন্য ১৬তম উচ্চতর প্রশিক্ষণ কোর্স ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কোর্সে আইপিএ’র একমাত্র বাংলাদেশী সদস্য হিসাবে যোগদান করেন সাংবাদিক মেসবাহ উদ্দিন আলাল।

শুক্রবার ২২ মার্চ ভেরোনার “FRACASTORO” হাসপাতালের অডিটোরিয়ামে অনুষ্ঠিত উক্ত কোর্সে স্বাগত বক্তব্য রাখেন সান বনিফাসিও পৌরসভার স্থানীয় পুলিশ বাহিনীর কমান্ডার ড. কার্লো ভিনসেঞ্জো।

উক্ত কোর্সের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সান বনিফাসিওর মেয়র অধ্যাপক প্রোভোলি জামপাওলো, স্থানীয় স্বাস্থ্য বিভাগের ডিজি ড. জিরাল্ডি পিয়েত্রো, আইপিএ’র ভেনেতো বিভাগীয় প্রতিনিধি দলের সভাপতি ড. ডিয়েগো ট্রোলেস ও সহ সভাপতি মডারেটর লংজেগা ক্লাউডিও।

গতি নিয়ন্ত্রণ এবং ঘন্টায় ৩০ কিলোমিটার জোনের নতুন নির্দেশাবলী ও বৈদ্যুতিক গতিশীলতা এবং প্রতিবন্ধীদের জন্য ডিভাইসের RCA কভারেজের উপর বিশেষ আলোচনা করেন ভেরোনা মিউনিসিপ্যাল পুলিশ কমান্ডার ড. লুইজি ও গামবেটোলা মিউনিসিপ্যাল ​​পুলিশ কমান্ডার ড. মাউরিসিও।

উক্ত অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করেছেন স্থানীয় সান বনিফাসিও মিউনিসিপালিটি, ভেনেতো স্বাস্থ্য বিভাগ ও অ্যাসোসিয়েশন অফ সাপোর্টার্স অফ ফ্রেন্ডস অফ দ্য ট্রাফিক পুলিশ৷

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category