1. rasel1391992@gmail.com : Rasel Ahmed : Rasel Ahmed
  2. wadminw@wordpress.com : wadminw : wadminw
November 21, 2024, 9:50 am

সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়েছে ।

Reporter Name
  • Update Time : Wednesday, November 22, 2023
  • 576 Time View

ফ্রান্সের বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশের   ৫৭ তম সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করা হয়েছে । ফ্রান্সের রাজধানী  প্যারিসের ১৬ এর মেরি একটি  হলরুম  দিবসটি অনুষ্ঠিত হয়  ।সন্ধ্যা ৬:৩০ এ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও ফ্রান্সের জাতীয় সংগীত পরিবেশিত  হয়।জাতীয় সংগীত শেষে  অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর উল্লেখযোগ্য কার্যক্রম নিয়ে একটি তথ্যবহুল ভিডিও চিত্র প্রদর্শন করা হয় ।প্যারিস অবস্থানরত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা এবং প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মো: মিজানুর রহমান দিবসটির তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।  ব্রিগেডিয়ার  জেনারেল মিজানুর রহমান বলেন মুক্তিযুদ্ধের সময় সশস্ত্র বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল পাশাপাশি দেশ গঠনেও এই বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একই সাথে বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমানের নির্দেশে প্রণীত প্রতিরক্ষা নীতিমালার আলোকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর গঠন ও উন্নয়নের চিত্র তারা তুলে ধরেন। রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে,  বলেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সশস্ত্র বাহিনীর পুনর্গঠন আধুনিকায়ন ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে এ বাহিনীকে একটি যুগোপযোগী ও পেশাদার বাহিনী হিসেবে গঠন করতে  প্রধানমন্ত্রীর শেখ হাসিনার  দূরদর্শী নেতৃত্ব ও অসামান্য অবদান ও ঐকান্তিক প্রচেষ্টার কথা উল্লেখ করেন

আয়োজিত  অনুষ্ঠানে ফ্রান্স প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, ফ্রান্সে নিযুক্ত বিভিন্ন বন্ধু প্রতীম দেশের রাষ্ট্রদূত ও প্রতিরক্ষা উপদেষ্টাগণ, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ফ্রান্সে বসবাসরত প্রবাসী  মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ ও ব্যবসায়ী  মহলের প্রতিনিধিবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ আরো অনেকে  উপস্থিত ছিলেন ।
। অনুষ্ঠান শেষে সকলের জন্য রাতের খাবারের ব্যবস্থা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category