1. rasel1391992@gmail.com : Rasel Ahmed : Rasel Ahmed
  2. wadminw@wordpress.com : wadminw : wadminw
December 22, 2024, 1:40 am

প্যারিস বাংলা প্রেস ক্লাব ফ্রান্স’র সমুদ্র ভ্রমণ ২০২৩

Reporter Name
  • Update Time : Wednesday, September 13, 2023
  • 581 Time View

প্যারিস বাংলা প্রেসক্লাব ফ্রান্স এর দ্বিতীয় আনন্দ ভ্রমণ  অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে প্রায় ২০০ কিলোমিটার দূর কাবু সমুদ্র সৈকতে গারদো লিস্ট  থেকে সকাল ৯ঃ০০ টায় যাত্রা শুরু করে। পুরো যাত্রাপথে আনন্দ উল্লাসে গানে গানে মেতেছিল সকলেই। দুপুর একটাই সমুদ্রের স্থানে পৌঁছে দুপুরের খাবার শেষ করে। পরে একসাথে সবাই সমুদ্রে আনন্দ উল্লাসে মেতে থাকে। পরে সমুদ্র পারে দুই দলে বিভক্ত হয়  এক ফুটবল ম্যাচ খেলা হয়। পরে বিকাল পাঁচটায় সমুদ্র পারে প্রেসক্লাবের  পক্ষ থেকে বিভিন্ন ইভেন্টে বিভিন্ন আয়োজন করা হয়। এর মধ্যে রয়েছে ছেলেদের হাড়িভাঙ্গা, ছেলেদের মোরগ লড়াই, মহিলাদের বালিশ খেলা, শিশুদের  দৌর খেলা, এছাড়াও ছিল বিশেষ আকর্ষণ রেফেল ড্র। পরে  পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রেসক্লাব  সভাপতি শাহ সোহেল আহমেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রাসেল আহমেদে ও যুগ্ন  সাধারণ সম্পাদক কামরুল ইসলামের যৌথ  পরিচালনায় আলোচনায় অংশগ্রহণ করেন সিলেট সমাজকল্যাণ বিভাগ ফ্রান্সের সাধারণ সম্পাদক সুব্রত  ভট্টাচার্য শুভ, স্বরলিপি সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠ এর সভাপতি এমদাদুল হক স্বপন, বাংলাদেশ ফার্নিচার এর স্বত্বাধিকার মাসুদ মিয়া,সাফার প্রেসিডেন্ট নয়ন এন কে সহ প্রেসক্লাব এর সকল সদস্য এবং কমিটির বিশেষ ব্যক্তিরা। পরে খেলায় বিজয় এবং রেফেল ড্র  বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category