অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সংবর্ধিত হলেন ভিয়েনা সফররত ঢাকা উত্তরের মেয়র আথিকুল ইসলাম এবং ফ্রান্স বাংলাদেশ ইকোনোমিক চেম্বারের সভাপতি কাজী এনায়েত উল্লাহ।
রাজধানী ভিয়েনার স্থানীয় অভিজাত হোটেলের হল রুমে অষ্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের সভাপতি এম. নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম, ফ্রান্স বাংলাদেশ ইকোনোমিক চেম্বারের সভাপতি কাজী এনায়েত উল্লাহ , সর্ব ইউরোপিয়ান মুক্তিযোদ্ধা সংসদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা বায়জীদ মীর, অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির, সহ-সভাপতি আক্তার হোসেন, রুহি দাস সাহা, এমরান হোসেন, মিজানুর রহমান শ্যামল, শফিকুর রহমান বাবুল সহ আরো অনেকে।
ঢাকার মেয়র আতিকুল ইসলাম বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আর্থ সামাজিক উন্নয়নে প্রবাসীদের ভূমিকা অপরিসীম, বর্তমান সরকার প্রবাসবান্ধব সরকার, প্রবাসী কল্যাণে নানামূখী উদ্যোগ বাস্তবায়ন করেছে বর্তমান সরকার প্রধান শেখ হাসিনা।
কাজী এনায়েত উল্লাহ বলেন, প্রবাসীরা সার্বিকভাবে দেশের অর্থনীতি বড় অবদান রাখছে, আরো বেশী অংশিদারিত্ব এবং সম্পৃক্ততার মাধ্যমে মেধাবী প্রবাসীদের কাজে লাগিয়ে সরকারের চলমান উন্নয়নকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।
Leave a Reply