বিভীষিকাময় একুশে গ্রেনেড হামলা উপলক্ষে ফ্রান্সের উদ্যোগে এক ফ্রান্স আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি অভিজাত রেষ্টুরাই অনুষ্ঠিত হয়। সহ-সভাপতি মোহাম্মদ আবুল কাশেম এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন কয়েস। অনুষ্ঠান শুরুতে কুরআন থেকে তেলাওয়াত এর মধ্যে দিয়ে শুরু হয়। পরে একুশে আগস্ট গ্রেনেট হামলায় নিহতদের শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি সৈয়দ ইকবাল হাশমি, সৌরভ মৃধা, শাহেদ আলী, শাজাহান রহমান, নুরুল হক ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, মাসুদ হায়দার সাংগঠনিক সম্পাদক সেলিম ওয়াদা সেলু সহ আরো অনেকেই। বক্তারা বলেন ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করেছেন জিয়াউর রহমানের নেতৃত্বে এবং তারই ছেলে তারেক জিয়ার নেতৃত্বে একুশে আগস্ট গ্রেনেড হামলা করা হয়। এ নৃশংস হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আছে তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান। এবং আগামী নির্বাচনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দেশ ও প্রবাসে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
Leave a Reply