বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, ফ্রান্স সংসদ’ এররোববার (২১শে মে) বাংলা নববর্ষ উৎসব-১৪৩০ আয়োজনে তারা তাদের পারফরম্যান্স এর চমৎকার মুন্সীয়ানায় সেটি প্রতিষ্ঠিত করেছে। ফ্রান্সপ্রবাসী বাংলাদেশী তো বটেই, অন্যান্য জাতি-গোষ্ঠীও এই মুগ্ধতা ছড়ানো অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাংলা নববর্ষ বরণে বাঙালীয়ানার ছোঁয়া পেয়েছে। কী নাচ, কী গান কিম্বা আবৃত্তি – সবকিছুতেই নিরন্তর চর্চা প্রয়োজন। আর সেই চর্চাকে সমবেত মানুষের সামনে পারফর্ম করা এতো সহজ কাজ নয়। প্রবাসজীবনের নানা সীমাবদ্ধতার ভেতরও শিল্পীদের পারফরম্যান্স, পরিধেয় পোষাকের বিন্যাস, মেকআপ – সমস্ত কিছুর ভেতরই একেবারে খাটি বাঙালীয়ানার ছোঁয়া। এমন চমৎকার আয়োজন কার না মন ছুঁয়ে.
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, ফ্রান্স সংসদ এর নিরবচ্ছিন্ন চর্চার ছায়াতলে একঝাঁক শিশু-কিশোর-কিশোরী বাংলা ভাষায় কথা বলে, বাংলায় গান গায়! বাংলা কবিতা আবৃত্তি করে! বাংলা গানের সাথে নাচের নানা মূদ্রায় নিজেদের তুলে ধরছে এক নিখুঁত নৃত্য শিল্পী হিসেবে! বিদেশ-বিভুঁইয়ে এমন সাংস্কৃতিক চর্চার এমন একক ও দলীয় প্রদর্শনী সত্যি অবাক করবার মত। প্যারিসে খোদ নিজস্ব প্রাতিষ্ঠানিক চর্চার মাধ্যমে নিজেদের পারফরম্যান্সের মুন্সীয়ানার কৃতিত্ব এককভাবে দেয়া যায় উদীচী শিল্পীগোষ্ঠীর সংশ্লিষ্ট সকলকে। ফ্রান্সে সাংস্কৃতিক চর্চার মাধ্যমে বাংলাদেশকে তুলে ধরার এই উদ্যোগের .
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট বর্গবিন্দু আরো উপস্থিত ছিলেন সাংবাদিবৃন্দ.
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-প্রথমে মঞ্চে ছিলেন –
কার্লোস সামেদু
সভাপতি, ভাষা ও সাংস্কৃতিক কেন্দ্র , উবারভিলিয়ে।
অন্তনী দাগে
প্রাক্তন ১ম সহকারী মেয়র
উবারভিলিয়ে।
ম্যাডাম সেলি পা
Leave a Reply