1. rasel1391992@gmail.com : Rasel Ahmed : Rasel Ahmed
  2. wadminw@wordpress.com : wadminw : wadminw
August 19, 2025, 1:03 pm

ভয়েস অব বি বাড়িয়া ক্রিকেট টিমকে বিপুল সংবর্ধনা দিয়েছে বৃহত্তর কুমিল্লা সমিতি মাদ্রিদ

বকুল খান ,মাদ্রিদ
  • Update Time : Wednesday, March 8, 2023
  • 1185 Time View



মহান আন্তর্জাতিক ভাষা দিবসের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভয়েজ অব বি বাড়িয়া কে বিপুলভাবে সংবর্ধনা জানিয়েছে বৃহত্তর কুমিল্লা সমিতি মাদ্রিদ | গতকাল বাংলাদেশ অ্যাসোসিয়েশনের হলরুম কমিউনিটির সর্বোচ্চ নেতৃবৃন্দের উপস্থিতিতে পুরো অনুষ্ঠান জুড়ে ছিল আনন্দ উচ্ছ্বাসে মুখরিত |সংগঠনের
ভারপ্রাপ্ত সভাপতি মুরাদ মজুনদারের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক সাংবাদিক ফখরুদ্দিন রাজির সঞ্চালনায় বাংলাদেশী দূতাবাস স্পেনের
কন্সুলার(শ্রম সচিব ) মুতাসিমুল ইসলামএতে প্রধান অতিথির বক্তব্য রাখেন |অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন , বায়তুল মোকাররম মসজিদ কমিটির সভাপতি
খুরশেদ আলম মজুমদার ,সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির ,বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি আল মামুন ,ভালিয়ান্তে বাংলার সভাপতি ফজলে এলাহী , এসোসিয়েশনের সাবেক সদস্য সচিব দুলাল সাফা ,মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আল আমিন ,বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির সভাপতি মাহবুবুর রহমান ঝন্টু ,কমিউনিটি ব্যাক্তিত্ব কামরুজ্জামান সুন্দর ,রাসেল দেওয়ান ,আব্দুল কাইয়ুম সেলিম ,এক্রামুজ্জান কিরণ ,রিবেরি ক্রিস ,আবুল হুসেন ,আমিনুর রশিদ রাজু ,হেমায়েত খান , রানা আহমেদ প্রমুখো |এছাড়া সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন সায়েম সরকার ,সুমন হাওলাদার ,পিয়াস পাটোয়ারী ,মাইন্ উদ্দিন ,আবুল হাশেম সহ অনেকে |
ভয়েস অব বি বাড়িয়ার ক্রিকেট টিমের ম্যানেজার
আব্দুল মজিদ সুমন |

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category