বার্সেলোনায় ষ্টেজ ফর ইয়ুথ ফাউন্ডেশন স্পেন উদ্যোগে
বসন্ত বরণ উৎসব ও “ফাল্গুনী মেলা”
বার্সেলেনা থেকে – জেবুন্নেছা ।
হাসি আনন্দে এগিয়ে যাওয়ার প্রত্যাশা নিয়ে ১২ ফেব্রুয়ারি ২০২৩ই তারিখ ষ্টেজ ফর ইয়ুথ ফাউন্ডেশন স্পেন শাখার বসন্ত বরন উৎসব“ফাল্গুনী মেলা”
বার্সেলোনার কায়ে দেল মারকোয়েস দে কামপো সাগরাদোর হলরোমে অনুষ্ঠীত হয়।গতকাল বিকেলে অনুষ্টিত
ফাল্গুনী মেলায় সভাপতি নুরে আমিন টোকনের সভাপতিত্বে অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন সংগঠনের সহ সভাপতি মাসুদা পারভীন মুন্নি পাখী,
জামিল হোসেন,মারুফ আলী,আনোয়ার হোসেন রাজু গাজী,সাথে ছিলেন নাহিদা আফরিন মৃধা মৌসুমী,লাকী টোকন অহনা দিবা,ফয়সাল আহমেদ,সুমন দেওয়ান,রবিউল শাহ।
কেক কেটে অনুষ্ঠান শুরু করেন কনসুলার অব বাংলাদেশ বার্সেলোনার কনসুলেট সিনিয়র রামন পেদ্রো ।অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন কাতালোনীয়া আওয়ামীলীগ এর সভাপতি শফিকুল ইসলাম স্বপন,বার্সেলোনা আওয়ামী লীগ এর সভাপতি শাহ আলম স্বাধীন,উপদেষ্টা কামরুল মোহামেদ,সান্তা কলোমা আওয়ামীলীগ এর সভাপতি মোখলেছুর রহমান নাসিম,সাধারন সম্পাদক এ কে আজাদ মোস্তফা, কাতালুনিয়া যুবলীগ সভাপতি সালাউদ্দিন, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কাতালোনীয়া বার্সেলোনার সভাপতি জেবুন্নেছা জেবু,সাধারন সম্পাদক সাবরিনা জাহান পুতুল,যুগ্ন সাধারন সম্পাদক সালমা ইসহাক,সাংগঠনিক সম্পাদক নাজমা নাহার,স্বপ্না রহমান ,দপ্তর সম্পাদক শামসুন নাহার রেনু,কাতালোনীয়া মহিলা সমিতির সভাপতি মেহেতাব হক জানু ,আমাদের বার্সেলোনার সংগীত শিল্পী মন্জু স্বপন,ইন্ডিয়ান স্যুট এবং সুরমা টিভির পলাশ সহ সামাজিক, সাংগঠনিক ও সাংবাদিক ব্যক্তি বর্গ।
"পড়ে এসো পান্জাবি হলুদ কিংবা নীল,
শাড়ী আমি পড়ব রেখে তোমার সাথে মিল,"
এ কথার সুরে সুরে মেলা অডিটরিয়মে লোক সমাগম হতে থাকে।রাজু দিবার কোকিল কন্ঠি সুরেলা গানে ফাল্গুনী মেলায় দর্শক উচ্ছলতা চোখে পড়ার মত।পরান গানের সুর যেন বসন্ত আমেজে পরানীকে খুজে ফিরে। স্টেইজে ভালবাসার গল্পের ছলে -জীবন সম্পর্কের গল্পে মেতে উঠেন মানবাধিকার কর্মী কামরুল মোহামেদ,সাংবাদিক আফাজ জনী,শফিকুল ইসলাম স্বপন,জেবুন্নেছা জেবু,দিলরুবা সহ আরো অনেকে।
সংগঠনের সভাপতি নুরে আমিন টোকনের আহবানে ভূজন পর্বের পাশাশাশি রংবেরঙের পোশাক পড়া নারী-পুরুষদের হাসি কথা আর সৌহার্দতা বিদেশ মাটিতে বাংলার ফেলা আশা মেলার দিন গুলিকে স্মরন করিয়ে দেয়।
অনুষ্টানের শেষে সভাপতি টোকন উপস্হিত সবাইকে স্টেইজ ফর ইয়ুথ ফাউন্ডেশন এর পক্ষ থেকে কৃতজ্ঞতা সহ অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানেন।
Leave a Reply