ফ্রান্স জয় শ্রীরাম,প্যারিস, ফ্রান্স সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে । ফ্রান্সের রাজধানী প্যারিসের নিকটবর্তী লাকর্ণব এ আভিজাতিক একটি রেস্টুরেন্ট মাদুতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সঞ্জয় বণিকের সভাপতিত্বে, খোকন ঘোষের পরিচালনায় এবং পলাশ দাসের সঞ্চালনায় , এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির পক্ষে exécutive Members শ্রী সমীর শীল, অসীম নাথ, প্রশান্ত সরকার, বিনয় শীল সহ আরো অনেকে। এ সময় তাদের বক্তব্যে বলেন জয় শ্রীরাম এমন একটি সংগঠন এই সংগঠনের মধ্য দিয়ে আমরা সবাইকে একত্রিত করে এক প্লাটফর্মে কাজ করব। এবং হিন্দু ধর্মাবলম্বীদের সব ধরনের উৎসব এবং বিভিন্ন সামাজিক কার্যক্রম সংগঠনের পক্ষ থেকে করা হবে বলে আশ্বাস করেন। এছাড়াও জাতির ধর্ম বর্ণ নির্বিশেষে সংগঠনটি কাজ করবে বলে জানান। পুরো সংগঠনটি কার্যকরী কমিটির নাম প্রকাশ করেন।
Exécutive Members সঞ্জয় বনিক, খোকন ঘোষ ,পলাশ দাস, সমীর রায় ,প্রশান্ত সরকার,অসীম নাথ ,বিনয় শীল
উপদেষ্টা মন্ডলী:
১. জিতেন সূত্রধর
২. সান্টু ঘোষ
৩. অরবিন্দ পোদ্দার
৪. দীপঙ্কর বাগচী
৫. সুশান্ত সরকার
৬. শ্যামল কুমার বিশ্বাস
**কার্যকরী সদস্যবৃন্দ:
** নীলকন্ঠ বৈরাগী
১. অজয় দাস
২. প্রবীর শীল
৩. মহাদেব ঘোষ (প্রেম)
৪. অনুপ সাহা
৫. অপূর্ব রায়
৬. সুজন শীল
৭. উত্তম বারুই,
৮. পুলিন বালা
৯. নারায়ণ মন্ডল
১০.সমীর মন্ডল
১১. সঞ্জয় সরকার
১২. পিন্টু বনিক
১৩. পলাশ মন্ডল
১৪. সঞ্জয় কুমার দাস
১৫. শিমুল পোদ্দার
১৬. গণেশ সাহা
উপস্থিত থাকা সকলেই সংগঠনের জন্য শুভকামনা জানান এবং সে সাথে এ সকলের পক্ষ থেকে প্রবাসীদের জন্য ভালো কিছু নিয়ে আসবে এবং সকলের মধ্যে ভ্রাতৃত্ব শ্রেষ্ঠ হবে সে প্রত্যাশাই করেন।
Leave a Reply