শাওন আহমেদ: ইতালীস্থ প্রবাসী খুলনা বাসীদের কল্যাণে ছয় বছর আগে গঠন করা হয় বৃহত্তর খুলনা কল্যাণ সমিতি ইতালী। প্রবাসীদের নানা ধরনের কল্যাণ মূলক সেবা দিয়ে আসছে সংগঠনটি। প্রবাসে বেড়ে উঠা আগামী প্রজন্ম ছেলে মেয়েদের শিক্ষিত করা, বেকার যুবকদের কর্ম সংস্থান, সমস্যাগ্রস্ত বা অসুস্থ মানুষের পাশে দাড়ানো এমন কি দেশে মরদেহ প্রেরণের ক্ষেত্রেও সংগঠনটি অগ্রহনী ভূমিকা রেখে আসছে। সংগঠনটিকে আরো গতিশীল করতে গত মাসের 18 তারিখ (18 সেপ্টেম্বর, রবিবার) এক অনুষ্ঠান মালার মধ্যদিয়ে বন্দর নগরী নাপলীর সান জেন্নারো পৌরসভায় নতুন কমিটি গঠন করা হয়। বর্তমান বা নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের শপথ এই সংগঠনটি আগামী দিনগুলোতে কেবল খুলনাবাসীর কল্যাণে নয় বাংলাদেশের প্রত্যেকটি জেলার মানুষের কল্যাণে কাজ করবেন। তারা ইতালীস্থ প্রবাসী বাংলাদেশীদের কর্ম সংস্থানের ব্যবস্থা করবেন এবং ইতালীতে নবাগতদের প্রশিক্ষনেরও প্রতিশ্রুত দেন।
সংগঠনের পরিধি আরো বৃদ্ধি করতে ইতালীর বিভিন্ন শহরে শাখা ও উপকমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহন করে এবং সেই লক্ষ্যে নাপলীর শান্তা আন্তিমো শহরে প্রথম শাখা কমিটির অনুমোদন দিয়ে আংশিক কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় বৃহত্তর খুলনা কল্যাণ সমিতি ইতালীর নেতৃবৃন্দ।
দুই অক্টোবর, রবিবার, শান্তা আন্তিমো শহরে শাখা কমিটির যাদের নাম ঘোষণা করা করা হয়- ফকির টিপু, শেখ মোহাম্মদ জাহিদ হোসেন, সালেক বয়াতী, লিটন
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এন,আর,বি ইসলামিক লাইফ ইন্সুইরেন্সের চীফ কনসালটেন্ট ড. মুফতি এম, এ আজিজ। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব গোলাম আক্তার লিটন, সহ আরো অনেকে।
অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সানাউল্লাহ সানির পরিচালনায় সভাপতিত্ব করেন সভাপতি শাহজাহান হাওলাদার চুন্নু। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সাধারন সম্পাদক মুজিবুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহ সভাপতি আব্দুল ছালাম, নূরুল হক, আসলাম তালুকদার, যুগ্ম সাধারন সম্পাদক ও ইমরান তালুকদা, বাকী উল্লাহ প্রমুখ। সংগঠনের নেতৃবৃন্দ আরো বলেন, এই সংগঠনের পরিধি কেবল ইতালী নয় বিশ্বের বিভিন্ন দেশে তাদের কার্যক্রম ছড়িয়ে দিবে।
কল্যাণমুলক সংগঠন কেবল মানুষের কল্যাণে কাজ করে এগিয়ে যাবে বলে প্রতিশ্রুতি দেন নেতৃবৃন্দ। এসময় অনেকের মধ্যে আরো উপস্থিত ও বক্তব্য রাখেন মেহেদী হাসান, মাসুম তালুকদার, টিপু ফকির, জাহিদ শেখ, লিটন বেপারী, হানিফ তালুকদার, বাশার শেখ সহ আরো অনেকে।
Leave a Reply