1. rasel1391992@gmail.com : Rasel Ahmed : Rasel Ahmed
September 30, 2023, 3:14 pm

Reporter Name
  • Update Time : Monday, May 16, 2022
  • 230 Time View

পোল্যান্ড বাংলাদেশিদের ঈদ পূর্ণমিলনীতে উল্লাস করেছেন সে দেশের নাগরিকরাও

স্পেন প্রতিনিধি :পোল্যান্ডে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি ছাড়াও নানা আয়োজনে মেতেছিলো পোল্যান্ডের নাগরিকরাও। জাঁকজমকপূর্ণ ছিলো এ আয়োজন। পোল্যান্ডের রাজধানী ওয়ারশ গ্রোমান হোটেলের বলরুমে এ আয়োজনে শতাধিক অতিথি উপস্থিত ছিলেন।
তরুণ উদ্যোক্তা সজীব কান্তির সঞ্চালনায় বাংলাদেশ দূতাবাসের পক্ষে শুভেচ্ছা বক্তব্য দেন চার্জ দ্য অ্যাফেয়ার্স ও কাউন্সিলর অনির্বাণ নিয়োগী, বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে শুভেচ্ছা বক্তব্য দেন অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা বিশিষ্ট ব্যবসায়ী কাজী সাইফুদ্দীন, বিশিষ্ট চিকিৎসক ও রাজনীতিবিদ খলিলুর কাইয়ুম, ব্যবসায়ী শাহিন মন্ডল,তরুণ রাজনীতিবিদ ব্যবসায়ী মাসুদুর রহমান তুহিন, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা শাহরিয়ার সাকু। অ্যাডভোকেট শাহজাহান চৌধুরী সম্রাট, সিনিয়র সিটিজেন মোহাম্মদ মনসুর, পোল্যান্ডের রাজধানী সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত বাংলাদেশি কাউন্সিলর মাহবুব সিদ্দিকী, ব্যবসায়ী স্বপন,ও জহিরুল ইসলাম সোহাগ |
ব্যবসায়ীদের মধ্যে আরো বক্তব্য দেন আফজাল হোসেন, ইমরান হাসান রনি, রাশেদুল ইসলাম, এহতেশাম সেতু, লুৎফুর রহমান, কমল রায়সহ অসংখ্য বাংলাদেশি ব্যবসায়ী ও তাঁর পরিবারবর্গ।
এক ঝাক তরুণের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র, আগত শিশুদের পুরস্কার এবং বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠানটি আরো রঙিন হয়ে ওঠে। সাংস্কৃতিক অনুষ্ঠান ও শৃংখলার দায়িত্বে যারা ছিলেন, সঞ্চালক সজীব কান্তি দাস, সুলতান মুকুট, আরমান নাঈম, শচীনপাল, অশোক সেন, পার্থ প্রতিম মজুমদার, মাহমুদুল হাসান দোলন, ফাহিম, অর্পিতা ব্যানার্জি, আদ্রিজা বেপারী, সাইদুর রহমান আবির, মুসকান মণ্ডল, অনির্বাণ দাস উৎসব সরকার, ডাক্তার রিজভী, মিলন কুমার দাস, লিমন, রেদওয়ানুল করিম ও বিল্লাল হোসেন বাবু ,সুমন প্রমুখ |। অনুষ্ঠানে অন্যান্য শিল্পীদের সাথে অতিথিদের মধ্যে থেকে গান পরিবেশন করেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর অনির্বাণ নিয়োগীর সহধর্মিনী সুতি ভৌমিক এবং তাদের মেয়ে মেধা।
পোল্যান্ডের বাইরে থাকায় অনুষ্ঠানের শুভেচ্ছাবাণী পাঠিয়েছেন পোল্যান্ডে বাংলাদেশের অনারারি কনসুলার ওমর ফারুক এবং ভার্চুয়ালি যোগ দেন ব্যবসায়ী তীসু মজুমদার। অনুষ্ঠানে উপস্থিত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী এবং স্থানীয় পলিশ নাগরিকদেরকে বাংলাদেশি এবং পলিশ ঐতিহ্যবাহী খাবারের মাধ্যমে আপ্যায়ন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category