১৫ মে রোববার ইতালির রোমে গ্রীষ্মকালীন পিঠা উৎসব
ডেক্স রিপোর্টঃ ইতালির রাজধানী রোমের অন্যতম প্রাণকেন্দ্র লার্গো প্রেনেস্তে গ্রীষ্মকালীন পিঠা উৎসব ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।
১৫ মে রোববার বিকাল চারটা থেকে শুরু হবে এই উৎসব। এখানে বাংলাদেশের চিরাচরিত ও গৌরবের পিঠা দিয়ে সাজানো হবে এই আয়োজন। সেই সঙে ঈদ পরবর্তী মিলন মেলা যা আমাদের একান্ত ই প্রাণের আনন্দ উৎসব। এর পাশাপাশি থাকবে শিশুদেরদের জন্যে চিত্রাঙ্ন প্রতিযোগিতা বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিকী বাচ্চু ইতিমধ্যেই বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজনকে সফল করার জন্যে। সেই তিনি আরো জানান এই আয়োজন থেকে প্রাপ্ত অর্থ মসজিদের উন্নয়নে ব্যয় করা হবে। কাজেই রোমের সকল সামাজিক, রাজনৈতিক, আঞ্চলিক, সাংস্কৃতিক ও নারী সংগঠনের নেতৃবৃন্দকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। নারী নেত্রী শারমিন সুবর্ণা জানিয়েছেন, আগে ভিন্ন স্থানে এই উৎসব অনুষ্ঠানের কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে আমরা খোলামেলা এই জায়গায় পিঠা উৎসবের আয়োজন করেছি। তিনিও রোম প্রবাসী সকল বাংলাদেশিকে এই উৎসবে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
Leave a Reply