প্যারিস মহামায়া পূজা পরিষদের আয়োজনে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উদযাপন করা হয়। রাজধানী প্যারিসের নিকটবর্তী সেন্ট ডেনিশে একটি হল রুমে ৫ দিন বেপি দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে। পূজার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রিপন দেবনাথ।এবং সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের সভাপতি, উজ্জ্বল পাল, সহ-সভাপতি – অমর মজুমদার, লোকনাথ পাল, সুদীপ দেবনাথ,
সাধারণ সম্পাদক, শ্যামল দেবনাথ, সহ-সাধারণ সম্পাদক, বিশ্বজিৎ বিশ্বাস,বাবু সরকার, সমীর রায়,
সাংগঠনিক সম্পাদক, অশোক ঘোষ, গোপাল সরকার ,অর্থ সম্পাদক- সঞ্জয় রায়,প্রচার সম্পাদক-মনোজ মণ্ডল, দপ্তর সম্পাদক- অশেষ রায়,প্রকাশনা সম্পাদক- সুমন পাল, সাংস্কৃতিক সম্পাদক পূর্ণা বৈদ্য শর্মা, দীপ্তি মণ্ডল, উপদেষ্টা,, সাধন সরকার, দশরথ পাল, প্রদীপ ঘোষ, রাজিব বড়ুয়া, পরিমল পাল, বীরেন মল্লিক, দীপঙ্কর বাগচী,সুকান্ত ঘোষ, মিন্টু শীল,উত্তম শর্মা, চেরি বড়ুয়া, সুমিতা দে, (প্রধান পুরোহিত দুলু ঠাকুর, ও লক্ষণ সরকার,টিটু রায়, সুশান্ত মন্ডল, বাপ্পি পাল, রানা রায় তনয়, অনিক সাহা,লক্ষণ পাল, দীপ্ত ঘোষ, জনি পাল, সহ সকল সদস্যবৃন্দ
পাঁচদিন ব্যাপী আনন্দ উল্লাসে মেতেছিল হাজারো প্রবাসী বাংলাদেশী। পূজাতে বাংলাদেশেরও ছাড়াও বিভিন্ন দেশের মানুষ উপস্থিত ছিলেন। পূজা মন্ডপে এক মিলিন মেলায় পরিনতি হয়। দশমীতে মা দুর্গাকে বিদায় দিয়ে বিজয় দশমী পালন করা হয়। দুর্গামাকে বিদায়ে রং খেলায় মেতেছেন ভক্তরা। দশমীতে ভক্তবৃন্দরা বলেন মা দুর্গাকে বিদায় দিতে অনেক কষ্ট হলেও মাকে হাসিমুখে আমরা বিদায় দিচ্ছি। পূজায় আশায় সকলে আয়োজকদের ধন্যবাদ জানান এত সুন্দর পূজা আয়োজন করার জন্য।
Leave a Reply