ফ্রান্সের রাজধানী প্যারিসে পাঠক-লেখক, প্রকাশক ও বইপ্রেমীদের মিলনমেলায় শেষ হলো প্যারিস টাইমস আন্তর্জাতিক বইমেলা। প্যারিসের উপকণ্ঠ সেইন ডেনিসে মেরীর হলে প্রথমবারের মতো এ আন্তর্জাতিক বইমেলার অনুষ্ঠিত হয়।
বইমেলায় লেখক আড্ডা, কবিতা পাঠ, গানের পাশাপাশি দেশীয় হরেক রকমের খাবারে স্টল ছিল মেলা প্রাঙ্গণে। মেলায় ফ্রান্স প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের বইপ্রেমীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। দিনব্যাপী এ বইমেলা উদ্বোধন করেন স্থানীয় কাউন্সিলের মেয়র মিশেল ফোরকেড।এসময় উপস্থিত ছিলেন প্যারিস টাইমসের প্রকাশক ও আয়েবার মহাসচিব কাজী এনায়েত উল্লাহ, কবি ও লেখক রবিশঙ্কর মৈত্রী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার (জেলা ও দায়রা জজ) হাসানুজ্জামান, আরবিদাহ এইট এহিকিটোনে (কাউন্সিলার) আলেক্সান্দ্রা রোসিনস্কি (ফটোগ্রাফার) লেখক ও মুক্তিযোদ্ধা এনামুল হক, জিন্নুরাইন জায়গীরদার, বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন তুলুজের সভাপতি ফখরুল আকম সেলিম, লেখক ফৌজিয়া খাতুন রানা, কমিউনিটি ব্যক্তিত্ব সালেহ আহমেদ চৌধুরী, ফ্রান্স-বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি সাত্তার আলী সুমন, সাধারণ সম্পাদক শুভ্রত ভট্টাচার্য, লেখক ও সমাজকর্মী নয়ন এনকে, কবি মেরী হাওলাদার, সিকুয়া বাঙালি অ্যাসোসিয়েশনের সভাপতি সুরুপ ছদিওল, আয়েবার ভাইস প্রেসিডেন্ট তাসলিম রানা, সহ অনেকে।আয়োজকরা মনে করেন এই বইমেলার মধ্য দিয়ে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলা সংস্কৃতি ধারণ করতে সহযোগিতা করবে এবং ভিনদেশীরা বাংলা সংস্কৃতি সম্পর্কে অবগত হবে। পরে সন্ধ্যায় এক সাংস্কৃতি অনুষ্ঠান আয়োজন করা হয়।
মেলায় লেখক হাসানুজ্জাম রিপনের ‘বলাবাহুল্য’ ও ফরিদ আহমদ রনির ভ্রমণবিষয়ক গ্রন্থ ‘প্যারিসের ছবি’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
Leave a Reply