বৈশাখ বাঙ্গালীদের এক প্রাণের উৎসব। বাংলা বছর শেষে বৈশাখের উৎসব বাংলাদেশ ছাড়াও বিদেশের মাটিতে বৈশাখ পালন করে প্রবাসী বাংলাদেশীরা। যার ফলে সৃষ্টি হয় প্রবাসীদের মিলন মেলায়।
ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদ :
ফ্রান্সে স্বরলিপি সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী প্যারিস ফ্রান্স এর আয়োজনে জামকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়েছে বৈশাখী উৎসব। যেখানে পরিণত হয়েছি প্যারিসের বুকে এক টুকরো বাংলাদেশ। হাজারো প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে বৈশাখের উৎসব জমে উঠেছে প্যারিসের বুকে। স্বরলিপি সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী প্যারিস ফ্রান্সের আয়োজনে এটি ১৭তম বৈশাখী মেলা। ২ই জুন রবিবার বিকেল তিনটা থেকে সন্ধ্যা 9 টা পর্যন্ত চলে এই বৈশাখী উৎসব। আয়োজকরা জানান প্রবাসের মাটিতে বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টি কালচার সকলের মাঝে ছড়িয়ে ছিটে দিতে
এ আয়োজন। প্রবাসী বেড়ে ওঠা নতুন প্রজন্মের ছেলে মেয়েরা যেন বাংলার সংস্কৃতিকে লালন করতে পারে তা নিয়ে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করেন সংগঠনটি।
মেলাকে ঘিরে জুরিস পার্কে বাংলাদেশী বিভিন্ন স্টল বসানো হয়েছে। যার মধ্যে রয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী কাপড়, বাংলাদেশ ফার্নিচার, বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার, পিঠা ঝাল মুড়ি, সিঙ্গারা, সমচা, ফুচকা, সহ নানান ধরনের দেশিও খাবার।
দুই পর্বের অনুষ্ঠানে প্রথম পর্বে সংগঠনের সভাপতি নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাকিল সরকার ও সাংস্কৃতিক সম্পাদিকা হ্যাপি চৌধুরী এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ গ্রুপের চেয়ারম্যান স্বরলিপি সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী প্যারিস ফ্রান্সের প্রধান উপদেষ্টা সাত্তার আলী সুমন শাহ আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স জাতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি প্রভু বালান, এমা ফাউন্ডেশন এর চেয়ারম্যান শ্রীবাস দেবনাথ দেব,
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন শাহ গ্রুপ, বাংলা অটো ইকল চেয়ারম্যান হোসেন সালাম রহমান, বাংলাদেশ ফার্নিচারের এর চেয়ারম্যান সেলিম রেজা , মির্জা গ্রুপের চেয়ারম্যান মির্জা মাজারুল ইসলাম, , ইমন গ্রুপের চেয়ারম্যান রবিনা বেগম , আমিন খান হাজারি, আহমেদ হাবিব বাবু, এম এস ফুড এর চেয়ারম্যান মাহমুদুল হাসান জয় ,আরিফুল ইসলাম, সহ আরো অনেকেই। আলোচনায় অতিথিরা বাংলার সংস্কৃতি কে প্রবাসীর বাড়িতে ছড়িয়ে ছিটি দিতে সকল সংগঠনকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বাংলাদেশ থেকে আগত শান্তা জাহানের পরিচালনায় গানে গানে দর্শকদের মাথায় রেখেছিল বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী লায়লা ও বেলি আফরোজ,
Leave a Reply