বুধবার (৩ মে) ফ্রান্সে নিযুক্ত বিভিন্ন বন্ধুপ্রতিম দেশের রাষ্ট্রদূত এবং উচ্চপদস্থ কর্মকর্তা সহ প্রবাসী বাংলাদেশীদেরকে নিয়ে ৫২ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস ফ্রান্স। রাজধানী প্যারিসের ১৬-সিটি কাউন্সিলের এক অভিজাত হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দূতালয় প্রধান ওয়ালিদ বিন কাশেমের সঞ্চালনায় ফ্রান্স এবং বাংলাদেশ উভয় দেশের জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। রাষ্ট্রদূত খন্দকার এমন তালহা এবং ফরাসী প্রশাসনের ইউরোপ এবং পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত এশিয়া- ওশানিয়া অঞ্চলের পরিচালক বেনোয়া গিদি তাদের বক্তব্যে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে ফ্রান্স ছাড়াও ফ্রান্সে নিযুক্ত বন্ধুপ্রতিম বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, উচ্চপদস্থ কর্মকর্তাগণ সহ প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত খন্দকার এম তালহা এবং সামরিক সচিব বিগ্ৰেডিয়ার জেনারেল মিজানুর রহমান অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান।
অনুষ্ঠান শেষে অতিথিরা নৈশভোজে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য যে, ২৬ শে মার্চ রমজান মাস থাকার কারণে এবারের স্বাধীনতা ও জাতীয় দিবস সেভাবে উদযাপন করতে পারেনি বিধায় ৩রা মে উদযাপন করা হয়।
Leave a Reply