1. rasel1391992@gmail.com : Rasel Ahmed : Rasel Ahmed
  2. wadminw@wordpress.com : wadminw : wadminw
November 21, 2024, 3:05 pm

৫ই জুন ডেনমার্ক আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল:
যোগ দেবেন ইউরোপের নেতারা

Reporter Name
  • Update Time : Wednesday, May 25, 2022
  • 955 Time View

৫ই জুন ডেনমার্ক আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল:
যোগ দেবেন ইউরোপের নেতারা

ডেনমার্ক প্রতিনিধি: প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান শেখ হাসিনার আস্থাভাজন মোহাম্মদ আলী লিংকন মোল্লা ও সাব্বির আহমেদের নেতৃত্বাধীন ডেনমার্ক আওয়ামী লীগের বর্ণাঢ্য কাউন্সিল অনুষ্ঠিত হবে ৫ ই জুন। ইউরোপের বিভিন্ন দেশ থেকে আওয়ামী লীগের শীর্ষ নেতারা যোগ দেবেন এই সম্মেলনে। সম্মেলনকে বর্ণাঢ্য করতেন ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি লিংকন মোল্লা। তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে অনুষ্ঠেয় ডেনমার্ক আওয়ামী লীগের সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ। দেশের চলমান উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতে ইউরোপ থেকে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা কাজ করে যাচ্ছি। বলেন, ইউরোপসহ বিভিন্ন দেশে জামাত-বিএনপি ও মৌলবাদী চক্র বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এ সকল ষড়যন্ত্র মোকাবেলায় ইউরোপ থেকে দলকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই সম্মেলন। তিনি আশা প্রকাশ করে বলেন, ইউরোপের বিভিন্ন দেশ থেকে আওয়ামী লীগের শীর্ষ নেতারা যোগ দেবেন ৫ই জুন এর এই ত্রি-বার্ষিক সম্মেলনে ‌।
দলের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ জানান, সম্মেলনকে সফল করতে ইতিমধ্যেই ব্যাপক প্রচারণা চালানো হয়েছে এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ইউরোপের বিভিন্ন দেশ থেকে যেসকল অতিথি যোগ দেবেন এই সম্মেলনে তাদেরকে বরণ করার প্রস্তুতি গ্রহণ করেছি আমরা। দলকে আরও শক্তিশালী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রযাত্রাকে অব্যাহত রাখাই হবে এই সম্মেলনের মূল লক্ষ্য।
তিনি সম্মেলন সফল করতে ইউরোপের বিভিন্ন দেশের আওয়ামী লীগের নেতাদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category