1. rasel1391992@gmail.com : Rasel Ahmed : Rasel Ahmed
  2. wadminw@wordpress.com : wadminw : wadminw
December 28, 2024, 6:37 am

১৬ ও ১৭ জুলাই ফ্রান্স দুই দিনব্যাপী বাংলাদেশী মেলার আয়োজন করা হয়েছে

Reporter Name
  • Update Time : Monday, July 11, 2022
  • 863 Time View

ফ্রান্স ২ দিনব্যাপী ‘ বাংলাদেশ ফেস্টিভ্যাল পালনের প্রস্তুতি

ফরাসী এবং অন্যান্য জাতির মাঝে বাংলাদেশী সভ্যতা-সংস্কৃতির সৌন্দর্য ফুটিয়ে তোলার লক্ষে আগামী ১৬ ও ১৭ জুলাই ফ্রান্সে ‘বাংলাদেশ festival ফেস্টিবাল পালনের সিদ্ধান্ত নিয়েছে এ্যাসোসিয়েশন সেকানো বাঙ্গালি (A.S.B)। সহযোগিতায় থাকবে স্বরলিপি স্বরলিপি শিল্পীগোষ্ঠী

২ দিন ব্যাপি এ ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের লক্ষ্য এবং সার্বিক প্রস্তুতি বিষয়ে অবগত করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলে

তাঁরা জানান,দীর্ঘ দিন থেকে বিভিন্ন জাতিগোষ্টি,বিশেষ করে ফরাসীদের মাঝে বাংলাদেশী সংস্কৃতির পরিচয় করানোর প্রয়োজনীয়তা আমরা উপলদ্ধি করছি। এই লক্ষ্যকে সামনে রেখে কমিউনিটি ব্যত্ত্বিত্বদের নিজস্ব অর্থায়নে
6 place de la legion d’honneur,93200 saint dénis এ ২ দিন ব্যাপি বর্ণাঢ্য-ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের উদ্যোগ নেয়া হয়েছে।
মেরি সেন ডেনিস’র সার্বিক তত্ত্বাবধানে এ অনুষ্ঠান হবে এবং এখানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাশাপাশি নিজস্ব সেচ্ছাসেবকরা সার্বিক সহযোগিতা করবেন।

কমিউনিটির বিশিষ্ট্য ব্যক্তিদের পরামর্শে এ অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

আয়োজকরা জানান,২ দিন ব্যাপি এ অনুষ্ঠানে খাবার-কাপড়-খেলনার স্টল সহ বাংলাদেশী পণ্য সামগ্রী থাকবে। পাশাপাশি মহিলাদের ও এ দেশের বেড়ে ওঠা নূতন প্রজন্মের শিশু কিশোরদের জন্য খেলাধুলা-বিভিন্ন প্রকারের প্রতিযোগিতার আয়োজন এবং ইতিহাস,ঐতিহ্য ও গ্রামীণ সৌন্দর্যের চিত্রাংকন প্রদর্শনী করা হবে। ১৭ জুলাই অনুষ্ঠানের দ্বিতীয় দিন (রবিবার) বিকাল ৫ টা থেকে দশটা টা পর্যন্ত থাকছে মনোজ্ঞ অনুষ্ঠান

সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন
A.S.B প্রেসিডেন্ট
সরুফ সদিউল
,বাংলা অটো ইকুলের
চেয়ারম্যান
হোসেন সালাম রহমান
বাংলা অটো গ্যারেজ
পরিচালক
শরীফ রহমান
এ্যাসাইলাম এন্ড ইমিগ্রান্ট সলিউশন সংস্থা (AISA) পরিচালজ উবায়দুল্লাহ কয়েছ
,স্বরলিপি’ শিল্পী গোষ্ঠী সভাপতি
এমদাদুল হক স্বপন ,
বাংলাদেশ ফার্নিচারের পরিচালক
মিয়া মাসুদ,
বিএম সেলিম রেজা
প্যারিস বাংলা বাতি মোর চেয়ারম্যান
জালাল উদ্দিন
স্বরলিপি’র সাধারণ সম্পাদ
মোহাম্মদ আলী
যুগ্ম সাধারণ সম্পাদক
মুনসুর আহমেদ

।আয়োজকরা ২ দিন ব্যাপি এ অনুষ্ঠান সফলে ফ্রান্সের সকল বাংলাদেশীর সার্বিক সহযোগিতা এবং স্বরব উপস্থিতি কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category