স্বরলিপি সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী প্যারিস ফ্রান্স এর আয়োজনে ইফতার মাহফিল ও বৈশাখী অনুষ্ঠান নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।ফ্রান্সের রাজধানী প্যারিসের ববিনিতে স্থানীয় বাংলাদেশ এক রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাকিল সরকারের পরিচালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এবং সকলের সুস্বাস্থ্যের জন্য দোয়া করা হয়।পরে স্বরলিপি সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী বিভিন্ন কার্যক্রম এবং এবারের বৈশাখী মেলা নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন উপদেষ্টা অবনী চন্দ্র দাস গোপাল, আফজাল হোসেন, মিনা গোমেজ, সহ-সভাপতি পুষ্প রানি দাস, মোঃ মাহমুদুল হাসান, আলী আক্কাস, তরিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমেদ প্রচার সম্পাদক সোলেমান কবির সহ আরো অনেকেই । এসময় সভাপতি নজরুল ইসলাম চৌধুরী বলেন স্বরলিপি সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী ফ্রান্স সহ ইউরোপে বাংলা সংস্কৃতিকে ধারণ করতে প্রতিনিয়তই কাজ করছে। বাংলাদেশের জাতীয় সব অনুষ্ঠানগুলো উদযাপন করা হয়। এবং অবশ্যই বেড়ে ওঠা নতুন প্রজন্মের ছেলেমেয়েদের মাঝে বাংলার সংস্কৃতিকে ধারণ করতে পারে তা নিয়ে কাজ করছেন সংগঠনটি।
Leave a Reply