স্বরলিপি সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী প্যারিস ফ্রান্সের ১২ তম কার্যকরী কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।ফ্রান্সের রাজধানী প্যারিসের পড়তো দো পন্থা স্থানীয় একটি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মূল এজেন্ডা ছিল আসছে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন নিয়ে আলোচনা ও স্বরলিপির পরিবারের মিলন মেলা।
সংগঠনের সভাপতি নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাকিল সরকারের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা বাবু গোপাল দাস,এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হিসাবে ছিলেন মোতালেব খান, আমিন খান হাজারী, আফজাল হোসেন, খন্দকার বেনু,জাহাঙ্গীর আলম, মিজানুর রহমান।এছাড়াও সংগঠনের মধ্যে উপস্থিত ছিলেন পুষ্পরানী দাস,সুপ্রিয়া দাস, রাসেল আহমেদ, শাহীন আজাদ
সোলেমান কবির, হ্যাপি চৌধুরী, নিশিতা বড়ুয়া,তাহমিনা কবির, আছিয়া, নারগিছ,তানিমা,স্বর্নালী, মলি চৌধুরী, মাসরিকা হাসান, লাকী আজাদ, তৃপ্তি চৌধুরী, নাজনীন হাজারী,
ইয়াছিন রহমান দুর্জয়,নাজমুল,শাহালম,রুনা কবির
সহ আরো অনেকেই। অনুষ্ঠানে দুপুরে ছিল স্বরলিপির মিলন মেলা যেখানে ছিল স্বরলিপি পরিবারের সদস্যদের নিজে রান্না করা দেশীয় খাবারের সমরাহ। পরে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আলোচনা সভায় স্বরলিপি বিভিন্ন কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন সবাই। সেই সাথে স্বরলিপির আগামীর পথ চলা এবং বিভিন্ন দিকনির্দেশনা বিভিন্ন পরামর্শ দিয়ে বক্তব্য রাখেন। বক্তারা বলেন স্বরলিপি প্রতিবছরই অত্যন্ত সুন্দরভাবে বিজয় দিবস উদযাপন করে আসছে। এবার আশা করি লাল সবুজের পতাকাকে সম্মান রেখে প্যারিসের বুকে বিজয় দিবস উদযাপন করা হবে। এবং সেই সাথে স্বরলিপি বিগত দিনগুলোতে যেমন করে বাংলার সংস্কৃতি কে প্রবাসী মাটিতে তুলে ধরছে তা সব সময় অব্যাহত রাখবে।
Leave a Reply