স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী প্যারিস ফ্রান্স এর আয়োজনে মহান একুশে ফেব্রুয়ারি পালন করা হয়েছে। ফ্রান্সের রাজধানী প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে প্রতিবছরের ন্যায় এবারও অস্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন সামাজিক বিভিন্ন সংগঠন।
স্বরলিপির সভাপতি নজরুল ইসলাম চৌধুরী র সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাকিল সরকারের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বরলিপির প্রধান উপদেষ্টা ও শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন শাহ আলম।
ঐতিহাসিক রিপাবলিক চত্বরে শহীদ মিনারে ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন বিভিন্ন সংগঠন ব্যানার এবং ফুল নিয়ে উপস্থিত হন। এরমধ্যে স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী, কুমিল্লা জেলা সমিতি, বরিশাল বিভাগ, বৃহত্তর কুমিল্লা জেলা সমিতি, ঢাকা বিভাগ, গাজীপুর জেলা সমিতি, নোয়াখালী জেলা এসোসিয়েশন, ই পি এস বাংলা, হোমনা উপজেলা সমিতি, দাউদকান্দি এসোশিয়েসন, আমাদের কথা, তিতাস সমিতি, এ ছাড়াও পারিবারিক ভাবে অনেক বাংলাদেশের ভাইবোনেরা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।এ সময় ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং প্রবাসে বাংলা ভাষাকে ছড়িয়ে ছিটে দিতে আলোচনায় অংশগ্রহণ করেন বিশিষ্ট ব্যক্তিরা। পরে অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে স্বরলিপির সাংস্কৃতিক সম্পাদিকা তানিয়া রহমানের উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের গান পরিবেশন করেন স্বরলিপির শিল্পী পুষ্পরানী দাস সহ আরো অনেকে।
Leave a Reply