সৈয়দপুরে “সৈয়দা শফিয়া খাতুন মেধাবৃত্তি”র বৃত্তিপ্রদান ,পুরস্কার ও সনদপত্র বিতরন সম্পন্ন
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে গত ১০ ফেব্রুয়ারি “সৈয়দা শফিয়া খাতুন মেধাবৃত্তি”র বৃত্তিপ্রদান ,পুরস্কার ও সনদপত্র বিতরন অনুষ্ঠান
সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলার সৈয়দপুর গ্রামের “সৈয়দ শাহ শামসুদ্দিন রহঃ আইডিয়াল শিশু স্কুল” প্রাঙ্গনে অনুষ্টিত হয়েছে |
মোঃ সাবির আহমেদ মজনুর সভাপতিত্বে .এবং
মোঃ সাবিকুল ইসলাম হৃদয় ও মাসুদ আহমেদ নাদীর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসাবে যুক্তরাজ্য আওয়ামিলীগের সাধারন সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক |
বিশেষ অতিথি হিসেবে ছিলেন সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাসান,যুক্তরাজ্য প্রবাসী ডেপুটি গ্রুপ কারিকুলাম ডাইরেক্টর, সুজা উল্লাহ তালহা, লাইসিয়াম কিন্ডারগার্ডেনের ডাইরেক্টর সৈয়দ জাবের আহমেদ, আব্দুর রহমান
সৈয়দপুর আদর্শ কলেজ অধ্যক্ষ আব্দুর রহমান প্রমুখ |মোঃ আব্দুল হান্নান -উপাধ্যক্ষ সৈয়দপুর সৈয়দীয়া শামছিয়া ফাজিল মাদ্রাসা, মুফতি সৈয়দ শামিম আহমেদ-
সৈয়দপুর আরাবিয়া দারুল হাদীস টাইটেল মাদ্রাসা,সৈয়দ আলাউর (মেম্বার, ৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন, সাবেক মেম্বার লিলু মিয়া, সৈয়দ শফিকুর রহমান
সভাপতি -মানবাধিকার কাউন্সিল জগন্নাথপুর উপজেলা । গত ডিসেম্বর মাসে ৫ম শ্রেণির ১৭টি শিক্ষা-প্রতিষ্ঠানের ৫৩জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ নেয়।
গত বছর ডিসেম্বর মাসে অনুষ্টিত ৫ম শ্রেণির ১৭টি শিক্ষা-প্রতিষ্ঠানের ৫৩জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় এতে অংশ নেয়।
উল্লেখ্য, সৈয়দপুর (নোয়াপাড়া) গ্রামের যুক্তরাজ্য প্রবাসী, শিক্ষানুরাগী ওলি আহমেদ রুনু কর্তৃক তার মায়ের নামে প্রতিষ্ঠা করেছেন “সৈয়দা শফিয়া খাতুন মেধা বৃত্তি পরীক্ষা” এবং বাবার নামে প্রতিষ্টা করছেন “আব্দুর রউফ ফাউন্ডেশন”।
ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশে “সৈয়দা শফিয়া খাতুন মেধা বৃত্তি পরীক্ষা” প্রতি বছর চলবে। বৃত্তি প্রাপ্ত ৫জন ছাত্র/ছাত্রীদেরকে জনপ্রতি ৫ হাজার টাকা ও সনদ পত্র প্রদান করা হয় এবং অংশগ্রহনকারী সকল ছাত্র/ছাত্রীদেরকে বিশেষ পুরস্কার ও সনদ পত্র প্রদাণ করা হয়। সৈয়দা শফিয়া খাতুন মেধা বৃত্তি পরীক্ষা’র সার্বিক সহযোগিতায় ছিল আব্দুর রউফ ফাউন্ডেশন ইউকে এবং মেধা বৃত্তি পরীক্ষার সার্বিক পরিচালনায় ছিলেন “সৈয়দ শাহ শামসুদ্দিন রহঃ আইডিয়াল শিশু স্কুল” প্রধান শিক্ষক মোঃ সাবিকুল ইসলাম হৃদয়।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ সাজিদুর রহমান বলেন ,শিক্ষা ও মানবতার কল্যাণে এগিয়ে আসা একটি মহতী উদ্যোগ কল্যাণমুখী এই কর্মকান্ডের কর্মকান্ডের আমি উত্তরোত্তর সাফল্য কামনা করছি |তিনি এই বৃত্তি প্রকল্প ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তরুণ সমাজকর্মী ওলি আহমেদ ,রুনুকে তাঁর পরিবারের একজন আলোকিত সুসন্তান হিসেবে উল্লেখ করে বলেন ,এলাকার ও পরিবারের প্রতি তাঁর কমিটমেন্ট আমাকে মুগ্ধ করেছে |সৈয়দ সাজিদুর রহমান ভবিষ্যতে সকল কর্মকান্ডে বৃত্তি প্রকল্প ও ফাউন্ডেশন এর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন |
Leave a Reply