1. rasel1391992@gmail.com : Rasel Ahmed : Rasel Ahmed
  2. wadminw@wordpress.com : wadminw : wadminw
December 21, 2024, 2:51 pm

সুইজারল্যান্ডে বাংলাদেশ ক্লাব জেনেভার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

রাসেল আহমেদ
  • Update Time : Sunday, April 16, 2023
  • 1074 Time View

সুইজারল্যান্ডের বাংলাদেশ ক্লাব জেনেভার উদ্যোগ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শনিবার জেনেভার স্থানীয় একটি হলরুম এই ইফতার পার্টি অনুষ্ঠিত হয়।

সুইজারল্যান্ডের জেনেভাতে বসবাসরত কয়েকশো প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে এই যেন এক বাংলাদেশীদের মিলনমেলায় পরিণত হয়েছে।

ইফতার মাহফিলে পবিত্র কোরআন থেকে আলোচনা করেন জেনেভা প্রধান মসজিদের প্রধান সায়েখ নুর উদ্দীন সাহেব।
বাংলাদেশ ক্লাব জেনেভার সভাপতি জনাব হারুন রশীদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম জর্জ ও সহ সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান এর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেনেভা রাজ্য সরকারের সাবেক প্রধান পিয়েরে মডেত,এছাড়া উপস্থিত ছিলেন জেনেভা রাজ্য সরকার নির্বাচনে প্রার্থী দিজায়েদ সাংদেল।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন বাবুল বিশ্বাস,ইমরান চৌধুরী,তাজুল ইসলাম শামিম,শামিম সিকদার,স্বপন হাওলাদার,আনোয়ারুল ইসলাম,জনাব আলম,মোখতার হোসেন,আলাউদ্দীন ব্যাপারি প্রমুখ।সুইজারল্যান্ডের জেনেভা,লুসান ও ফ্রান্সের আনমাস থেকে প্রায় তিন শত প্রবাসী বাংলাদেশী নারী,পুরুষ,শিশু কিশোর এই ইফতার মাহফিলে শরিক হন। ইফতারের পরে সুইজারল্যান্ডে বেড়ে ওঠার নতুন প্রজন্মের শিশু কিশোর রা পবিত্র কোরআন পাঠ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। যারা অংশগ্রহণ করেছেন পরে সবাইকে উৎসাহিত করতে পুরস্কার দেওয়া হয়।
সংগঠনের নেতৃবৃন্দরা জানান বাংলাদেশ ক্লাব জেনেভা একটি সামাজিক সংগঠন। এই সংগঠনটি প্রবাসী বেড়ে ওঠার নতুন প্রজন্মের ছেলে মেয়েদের মাঝে বাংলার সংস্কৃতিকে তুলে ধরতে কাজ করছেন। এ ছাড়াও জেনেভাতে বসবাসরত সকল বাংলাদেশীদের দেশে ও প্রবাসীদের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে বিশেষ অবদান রাখছে।
সকলের সার্বিক সহযোগিতায় ইফতার মাহফিল সফল ভাবে সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category