সাংবাদিক মিনহাজ হোসেনের সাথে ভেনিস বাংলাদেশ প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাত
নাজমুল হোসেন বিশেষ প্রতিনিধি: ইতালির জলকন্যা খ্যাত শহর ভেনিসে সাংগঠনিক কাজে সফরত বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির প্রচার সম্পাদক, চ্যানেল এস প্রতিনিধি ও প্রবাস কন্ঠ সম্পাদক মিনহাজ হোসেনের সাথে ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ও স্হানীয় গণমাধ্যমকর্মীরা শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে এক সৌজন্য সাক্ষাতের আয়োজন করেন।
১লা জানুয়ারি আয়োজিত সৌজন্য সাক্ষাতকালে তারা উভয়ে পরস্পর শুভেচ্ছা বিনিময় করেন। একে অপরের সুস্বাস্থ্য দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন ভেনিস বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি যমুনা টিভির ইতালি প্রতিনিধি জাকির হোসেন সুমন, সিনিয়র সহ সভাপতি এটিএন ইউকের ভেনিস প্রতিনিধি নাজমুল হোসেন, সাধারণ সম্পাদক বাংলাভিশন ইতালি প্রতিনিধি মোহাম্মদ উল্লাহ সোহেল, যুগ্ম সম্পাদক আরটিভির ইতালি প্রতিনিধি মোঃ আসলামুজ্জামান, সহ সভাপতি বাংলা টিভির ভেনিস প্রতিনিধি সোহানুর রহমান উজ্জল, সহ সভাপতি শায়েক আহমেদ, অর্থ সম্পাদক অনিক হাওলাদার, এনটিভি ইউরোপ এর ভেনিস প্রতিনিধি প্রিন্স হাওলাদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইতালিয়ান প্রবাসী চ্যানেল এর কর্নধার মো: আবু নাঈম ভুইয়া, দপ্তর সম্পাদক আইওন টিভির ভেনিস প্রতিনিধি সজীব আল হাসান, লিটন আহমেদ সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা।
নেতৃবৃন্দরা দেশ ও প্রবাসের সংবাদপত্র, সাংবাদিকতা ও সাহিত্য নিয়ে আলোকপাত করেন। প্রবাসে ও বাঙ্গালী সাংস্কৃতিক প্রসার এবং উন্নয়ন নিয়ে তথ্য বিনিময় করেছেন। সুন্দর সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ টরে সকল প্রতিকূলতাকে উপেক্ষা করে সুষ্ঠ ধারার সাংবাদিকতা প্রতিষ্ঠায় এগিয়ে আশার আহ্বান জানান।
শেষে সাংবাদিক মিনহাজ হোসেন ভেনিসে বসবাসরত সকল গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধতা দেখে ভূয়সি প্রশংসা করে তিনি বলেন সাংবাদিকতা মহৎ পেশা সংবাদপত্র সমাজের দর্পণ, সাংবাদিকরা জাতির বিবেক, সংবাদপত্র ও সাংবাদিকতা জগতে কাজ করতে গেলে ধৈর্য সহনশীলতার সঙ্গে টিকে থাকতে হয়। অনেক বাধা-বিপত্তি আসবেই সব কিছুকে উপেক্ষা করে ধৈর্য সহনশীলতা নিয়ে একাগ্রতা থাকলে সফলতা আসবেই। এ সময় তিনি সকলের সাফল্য কামনা করে এভাবেই ঐক্যবদ্ধ ও সুষ্ঠু, নিরপেক্ষ সংবাদ পরিবেশন এর মাধ্যমে সাংবাদিকদের সম্মান ও অক্ষুন্ন রাখার আহ্বান জানান। এবং তিনি ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ও স্থানীয় গণমাধ্যম কর্মীদের ভালোবাসায় সিক্ত হয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
Leave a Reply