যথাযোগ্য মর্যাদায় ফজিলাতুন্নেসা এবং শেখ কামালের জন্মবার্ষিকী পালন করেছে বাংলাদেশ দূতাবাস ফ্রান্স।
ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদ
ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহার সভাপতিত্বে এবং এবং দূতালয় প্রধান ওয়ালিদ বিন কাশেমের সঞ্চালনায় পবিত্র ধর্মগ্রন্থ সমূহ থেকে পাঠের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বঙ্গমাতা এবং শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দূতাবাসের কর্মকর্তা ও ফ্রান্স আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
পরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, ফ্রান্স আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন কয়েস, সিনিয়র নেতা সুনাম উদ্দিন খালেক। এছাড়া উপস্থিত ছিলেন, মিজান চৌধুরী মিন্টু, খান সাইফুল, নূরুল আবেদিন, হাসান সিরাজ, ফয়সাল উদ্দিন, জুবের আহমেদ ,সেলিম ওয়াদা সেলু, টিপলু ফকির সহ কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। পরে রাষ্ট্রদূত খন্দকার এম তালহা বর্তমান সরকার দেশের যে উন্নয়ন করছে তা যেন প্রবাসীরা বিদেশিদের মাঝে তুলে ধরে।সে সাথে দেশের উন্নয়নের জন্য বৈধ পথে রেমিটেন্স পাঠানোর জন্য সকল প্রবাসীদের আহ্বান জানান।
Leave a Reply